সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে চলছে যুদ্ধকালীন পরিস্থিতি। তবে টানা দর বৃদ্ধির পর সুখবর শোনালো সোনা-রুপো (Gold And Silver Price)। হ্যাঁ, অনেকটাই দর পতন হয়েছে আজ হলুদ ধাতুর। বলতে গেলে প্রতি কেজিতে আজ 1300 টাকা দর পতন। কিন্তু কেন হটাৎ সোনার দাম তলানিতে ঠেকল? কোন শহরে কতই বিকোচ্ছে আজ সোনা? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,150 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,350 টাকায়। তবে রাজধানীতে সোনার দর এই শহরগুলি তুলনায় অনেকটাই চড়া। আজ দিল্লি, লখনৌ, গাজিয়াবাদ, নয়ডা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,300 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 10 গ্রাম 98,500 টাকায়।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
সোনার পাশাপাশি আজ রুপোও সুখবর শোনাচ্ছে সাধারণ গ্রাহকদের। যেখানে গতকাল দাম ছিল 99,100 টাকা প্রতি কেজি, সেখানে আজ 100 টাকা দর পতন হয়ে প্রতি কেজি সাদা ধাতুর দাম দাঁড়িয়েছে 99,000 টাকা, যা সাধারণ গ্রাহকদের জন্য অনেকটাই স্বস্তি।
কেন দর পতন হলো সোনা-রুপোর?
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে বিনিয়োগকারীরা অনেকেই আশঙ্কার ভয়ে বাজার থেকে সরে আসছে। পাশাপাশি আমেরিকা ও চিনের মধ্যে চলতে থাকা শুল্কযুদ্ধ কিছুটা তলানিতে ঠেকায় সোনার উপর বাজারে এই পতন। শুধু তাই নয়, সম্প্রতি ভারতীয় রুপির মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে মার্কিন ডলারের তুলনায়। আর সে কারণেই হয়তো এই দরপতন।
ভারতের বাজারে কীভাবে নির্ধারিত হয় সোনার দর?
ভারতের বাজারে সোনার দাম মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রথমত আন্তর্জাতিক বাজার এবং ভারতীয় রুপির মূল্যের ওঠানামা সরাসরি ভারতের সোনার বাজারকে ত্বরান্বিত করে। এছাড়া সরকারের শুল্কনীতিও রয়েছে, যা সোনার দামে বড়সড় প্রভাব ফেলে। শুধু তাই নয়, উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দর বৃদ্ধি পায়।
এখনই কি বিনিয়োগ করবেন?
যারা সোনা বা রুপোয় বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে সুবর্ণ সুযোগ। কারণ এই দরপতনের সুবিধা নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ ভবিষ্যতে আবারও দাম বাড়বে কি কমবে, তা বলা মুশকিল। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |