সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে যখন অস্থিরতা চলে, তখন বিনিয়োগকারীদের প্রধান ভরসা হয়ে ওঠে সোনা। আর এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। ভারত-পাকিস্তান আবহে সোনার দরে (Gold) সরাসরি প্রভাব পড়ছে। আজ 10 মে, শনিবার। সকালে সোনার বাজারে ফের সবুজ চিহ্ন দেখা গেল। অর্থাৎ, দাম বাডছে আগের তুলনায়।
বেশ কিছু বাজার বিশ্লেষক মনে করছে, রাজনৈতিক টানাপোড়েন যত বাড়বে, তত সোনার দাম ঊর্ধ্বগতিতে ঠেকবে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের কোন কোন শহরে কত টাকায় বিক্রি হচ্ছে হলুদ ধাতু।
আজ শহরভিত্তিক সোনার দর | Gold Price Today |
ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি শহরে আজ 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,450 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,680 টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর প্রতিদিনের মতো আজও চড়া। আজ দিল্লি, লখনৌ, গাজিয়াবাদ, নয়ডা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,600 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,830 টাকায়।
রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
সোনার বাজারে সবুজ চিহ্ন দেখা গেলেও আজ রুপোর বাজারে দেখা যাচ্ছে লাল চিহ্ন। হ্যাঁ, সাদা ধাতুর দর কমেছে। আজ প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে 98,900 টাকা, যা গতকালের তুলনায় 100 টাকা দর পতন।
সোনার দর কীভাবে নির্ধারিত হয়?
সোনার মূল্য কোনদিন স্থির থাকে না। আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা, ভারত সরকারের করনীতি, রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি, সব কিছু মিলিয়েই প্রতিদিন সোনার বাজার দর পরিবর্তন হয়। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আগামী কিছুদিন এই রাজনৈতিক টানাপোড়েন এবং গ্লোবাল মার্কেটের অস্থিরতা যদি থাকে, তাহলে সোনার দাম আরও চড়তে পারে।
আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ! এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে সেরা অফার
এখনই কি বিনিয়োগ করবেন?
সোনা শুধুমাত্র বিনিয়োগ নয়, বরং ভারতীয় সংস্কৃতিতে এক অলংকারও বটে। তাই এমন পরিস্থিতিতে যারা বিনিয়োগে আগ্রহী, তারা সময় থাকতে থাকতে সোনা কেনার কথা ভাবতে পারেন। কারণ বাজার পরিস্থিতি যা বলছে, তাতে সোনার দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।