সৌভিক মুখার্জী, কলকাতা: একেবারে ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে সোনার দাম (Gold Price)। একধাক্কায় গতকালের মতো ফের 700 টাকা ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজার দর। রুপোর দর শুনলে তো গায়ে ছেঁকা লাগবে। হ্যাঁ, আজ এক ধাক্কায় 3150 টাকা বেড়েছে সাদা ধাতুর দাম। মানে ভাবতে পারছেন? কিন্তু হঠাৎ কেন এত ঊর্ধ্বগতি সোনা রুপোর বাজার? নেপথ্যে কী কারণ রয়েছে? চলুন সবটা জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
22 ক্যারেট হলমার্ক সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,350 টাকায়, যা গতকালের থেকে 700 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,400 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,550 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,450 টাকায়।
24 ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,200 টাকায়, যা গতকালের থেকে 750 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,710টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,860 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,760 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,790 টাকায়।
➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,300 টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,790 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,910 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,830 টাকায়।
আজ রুপোর বাজার দর
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,10,750 টাকায়, যা গতকালের তুলনায় 3150 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,25,000 টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,15,000 টাকায়।
আরও পড়ুনঃ হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান থেকে বাতিল একাধিক ট্রেন! পূর্ব রেলে ফের যাত্রী ভোগান্তি
এখনই কি বিনিয়োগ করবেন?
টানা কয়েকদিন দরপতন হচ্ছিল। তারপর যেন একেবারে লাগাম ছাড়া বাড়ছে সোনা রুপোর দাম। একেবারে মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই যারা বিনিয়োগ করবেন বলে ভাবছিলেন, তাদের কপালে চিন্তার ভাঁজ পরছে। এমনকি যারা সোনা বা রুপো কিনতে চাইছিলেন, তাদের অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্তের পথে হাঁটবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |