একদিনে অনেকটাই দরপতন সোনার, রুপোও বিকোচ্ছে জলের দরে! আজকের রেট

Updated on:

Gold Rate

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান আবহে টানা ঊর্ধ্বগতির পর ফের আজ সোনার দাম (Gold Price) সুখবর শোনাচ্ছে। হ্যাঁ, গতকালের তুলনায় অনেকটাই মূল্য পতন হয়েছে হলুদ ধাতুর। জানা যাচ্ছে, আজ 22 ক্যারেট সোনার প্রায় 1650 টাকা দরপতন এবং 24 ক্যারেট সোনার প্রায় 1800 টাকা দরপতন হয়েছে। ফলে সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশার আলো সঞ্চার হয়েছে। তবে কোন শহরে আজ কতই বিকোচ্ছে হলুদ ধাতু? জানতে হলে প্রতিবেদনটিতে চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ কতই বিকোচ্ছে সোনা?

গতকাল যেখানে ভারতের বাজারে 22 ক্যারেট সোনার দাম ছিল 90,450 টাকা, সেখানে আজ প্রতি 10 গ্রামে 1650 টাকা দরপতন হয়ে দাঁড়িয়েছে 88,800 টাকায়। সেই সূত্র ধরে 24 ক্যারেট সোনার দাম ছিল গতকাল প্রতি 10 গ্রাম 98,680 টাকা। তবে সেখান থেকে 1800 টাকা দরপতনে আজ দাম দাঁড়িয়েছে 96,880 টাকায়।

আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |

শহরভিত্তিক সোনার দর নিয়ে যদি আলোচনা করি, তাহলে আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু ইত্যাদি জায়গায় 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 88,800 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 96,880 টাকায়। তবে প্রতিদিনের মতো রাজধানীতে আজ সোনার দর আরও চড়া। আজ দিল্লি, লখনৌ, আহমেদাবাদ, গাজিয়াবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে গতি 10 গ্রাম 88,950 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,030 টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রুপোর বাজার কী বলছে? | Silver Price Today |

হলুদ ধাতুর পাশাপাশি আজ সাদা ধাতুও সুখবর শোনাচ্ছে। হ্যাঁ, গতকাল যেখানে প্রতি কেজি রুপোর দাম ছিল 99,000 টাকা, সেখানে আজ কেজিতে 1100 টাকার দরপতন হয়ে নতুন দাম দাঁড়িয়েছে 97,900 টাকা। ফলে রুপো গ্রহকদের মুখে আবারও হাসি ফিরেছে।

কেন এই দরপতন?

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমান্ত যুদ্ধ চলছে, তাতে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে তাদের লাভ তুলে নিচ্ছে। ফলে সোনার চাহিদা কমায় দর তলানিতে ঠেকছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা একটু হলেও কমেছে। যার জেরেই এই দরপতন। শুধু তাই নয়, ভারতীয় রুপির মান হঠাৎ করে ডলারের তুলনায় অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকেছে, যা সোনার দর কমার অন্যতম প্রধান কারণ।

আরও পড়ুনঃ হোম, কার ও এডুকেশন লোনে বিরাট ছাড়! দারুণ স্কিম চালু করল PNB

এখনই কি বিনিয়োগ করবেন?

যে সমস্ত গ্রাহকরা আশায় আশায় বসে ছিলেন সোনার দাম কমার জন্য, তাদের জন্য এটি হতে পারে সোনালী সুযোগ। কারণ এই দরপতনের সুযোগ না নিলে ভবিষ্যতে হয়তো আবারও দাম ঊর্ধ্বগতিতে ঠেকতে পারে। তবে হ্যাঁ, বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন। তবে যারা গয়না কিনতে চান, তাদের জন্য এটি সেরা সময় হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group