সোনার দরে ফের আগুন, পকেটে চাপ ফেলছে রুপোও! দেখুন আজকের রেট

Published on:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করে অনেকটাই দরপতনের পর ফের আজ সোনার বাজার ঊর্ধ্বমুখী। হ্যাঁ, আজ অনেকটাই বেড়েছে সোনার দাম (Gold Price)। প্রায় 1,000 টাকা ঊর্ধ্বগতিতে ঠেকেছে প্রতি 10 গ্রাম হলুদ ধাতু। সঞ্চয় বলুন কিংবা অলংকার, সোনা বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর সেই সূত্র ধরে যদি এর বাজার দর ঊর্ধ্বগতিতে ঠেকে, তাহলে সাধারণ মানুষ তথা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তো চলুন দেখে নেওয়া যাক, আজ কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে সোনা ও রুপোর হালচাল।

আজ কলকাতায় সোনার দাম | Gold Price Today Kolkata |

আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনার গহনা কিনতে গেলে প্রতি 10 গ্রাম খরচ পড়বে 90,500 টাকা, যা গতকালের তুলনায় 1,000 টাকা বেশি। এদিকে যদি খুচরো পাকা সোনা কিনতে চান, তাহলে প্রতি 10 গ্রামে খরচ করতে হবে 95,200 টাকা, যা গতকালের তুলনায় 1,050 টাকা ঊর্ধ্বগতি। আবার সেই সূত্র ধরে যদি কেউ 24 ক্যারেট পাকা সোনার বাট কিনতে চায়, তাহলে তাকে খরচ করতে হবে প্রতি 10 গ্রাম 94,750 টাকা, যা গতকালের তুলনায় 1,100 টাকা বেশি।

আজ কলকাতায় রুপোর দাম | Silver Price Today Kolkata |

এদিকে রুপোর দরও আজ সাধারণ মানুষের পকেটে বিরাট চাপ ফেলেছে। আজ কলকাতার বাজারে খুচরো রুপো কিনতে গেলে প্রতি কেজিতে খোয়াতে হবে 97,600 টাকা, যা গতকালের তুলনায় 2,950 টাকা বেশি। আবার যদি কেউ রুপোর বাট কিনতে চায়, তাহলে তাকে প্রতি কেজিতে খরচ করতে হবে 97,500 টাকা, যা গতকালের তুলনায় 2,950 টাকা বেশি।

আজ ভারতের অন্যান্য শহরে সোনার দর

আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 88,560 টাকায়, 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 96,610 টাকায় এবং 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 72,460 টাকায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সেই সূত্র ধরে আজ আহমেদাবাদ, লখনৌ, গাজিয়াবাদ, দিল্লি ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 88,710 টাকায়, 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 96,760 টাকায় এবং 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 72,590 টাকায়। 

সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?

ভারতের বাজারে সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে ওঠানামা করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ভারতের বাজারকে ত্বরান্বিত করে। এছাড়া সরকারের কর এবং শুল্কনীতি সোনার দরে পরিবর্তন ঘটায়। শুধু তাই নয়, মার্কিন ডলারের তুলনায় যখন ভারতীয় রুপির মূল্য তলানিতে ঠেকে, তখন সোনার দর বৃদ্ধি পায়। এছাড়া উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দর ঊর্ধ্বগতিতে পৌঁছোয়।

আরও পড়ুনঃ মাত্র ১৫ হাজার বিনিয়োগে শুরু করুন এই ব্যবসা! মাস গেলে পকেটে ঢুকবে লাখ টাকা

এখনই কি বিনিয়োগ করবেন?

যারা সোনায় বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই সময়টা কিছুটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো। কারণ গতকাল অনেকটাই দরপতন হয়েছিল। তবে আজ আবারও ঊর্ধ্বগতি সোনার বাজারে। তাই যারা সোনা কিনতে চান, তাদের আগেভাগেই কিনে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥