Indiahood-nabobarsho

বেপরোয়া সোনার দাম, রুপোর দরও দেখাচ্ছে দাপট! রইল আজকের রেট

Published on:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: কয়েকদিন টানা মূল্য পতনের পর ফের বিরাট ধাক্কা। হ্যাঁ, চলতি সপ্তাহে সোনার দামে (Gold Price) যেন আগুন লেগেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে 24 ক্যারেট সোনার দাম 1910 টাকা বেড়েছে। এদিকে 22 ক্যারেট সোনার দাম বেড়েছে 1750 টাকা। আর এই ধারাবাহিক ঊর্ধ্বগতির ফলে দেশের বড় বড় শহরগুলিতে হলুদ ধাতুর দর পুরো রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। কিন্তু কীভাবে বদলে যাচ্ছে দামের হিসাব? চলুন দেখে নেওয়া যাক, রাজধানী দিল্লি সহ দেশের প্রধান প্রধান শহরে আজ সোনা ও রুপোর হালচাল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |

আজ দেশের প্রধান প্রধান শহরে সোনার দামের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। সূত্র বলছে-

রাজধানী দিল্লিতে আজ 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,730 টাকায় এবং 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,600 টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মুম্বাই, কলকাতা, চেন্নাই এর মতো শহরগুলিতে আজ 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,450 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 97,510 টাকা প্রতি 10 গ্রাম।

এদিকে জয়পুর, লখনৌ, চন্ডিগড়ের মতো শহরগুলিতে আজ 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,730 টাকায় এবং 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,600 টাকায়।

হায়দ্রাবাদে আজ 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,450 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,580 টাকায়। 

ভোপাল এবং আমেদাবাদে আজ 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,500 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 97,630 টাকায়।

রুপোর বাজার কী বলছে? | Silver Price Today |

গোটা সপ্তাহ জুড়ে কিছুটা টালমাটাল অবস্থার পর অবশেষে আজ দুইদিন রুপোর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। আজ প্রতি কেজি রুপোর দর 1 লক্ষ টাকায় দাঁড়িয়ে রয়েছে। তবে ইন্দোরে গত শনিবার রুপোর দর ছিল 97,200 টাকা প্রতি কেজি। কিন্তু সোনা এবং রুপোর এই দরের তারতম্য সাধারণ বিনিয়োগকারীদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।

সোনার আমদানিতে রেকর্ড বৃদ্ধি

সবথেকে চমক দেওয়ার বিষয় হল, দেশের সোনা আমদানির পরিমাণ গত মার্চ মাসে 192.3 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 4.47 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। 2024-25 অর্থবর্ষে মোট সোনা আমদানি হয়েছে 58 বিলিয়ন মার্কিন ডলার। যেখানে গত বছরে সোনা আমদানি ছিল 45.54 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে রুপোর আমদানি এই সময় 85.4 শতাংশ কমে 119.3 মিলিয়ন মার্কিন ডলারে ঠেকেছে।

আরও পড়ুনঃ ৩০% অবধি বাড়তে পারে বেতন, অষ্টম পে কমিশনে পেনশনভোগী থেকে কর্মীদের খুলবে কপাল

এখনই কি সোনা কিনবেন?

বিয়ের মরসুম বলুন বা বিনিয়োগ, সোনার গুরুত্ব সবসময় আকাশছোঁয়া। কিন্তু লাগাতার এই দাম বৃদ্ধির ফলে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আন্তর্জাতিক বাজারে চাহিদা এবং ডলারের দামের ওঠানামা সোনার দরের রেকর্ড বৃদ্ধির প্রধান কারণ। তবে যদি এখন সোনায় বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group