সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দর (Gold Price) ফের আগুন ঝরাচ্ছে। হ্যাঁ, সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ, ২২শে এপ্রিল, মঙ্গলবার দেশের বাজারে ২২ ক্যারেট সোনা প্রথমবার ৯০ হাজারের গণ্ডি পার করেছে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনা আজ ৯৮,৫০০/- টাকা ছাড়িয়েছে। হ্যাঁ, একদিনে প্রায় ১০০০/- টাকা দাম বেড়েছে হলুদ ধাতুর। ফলে সোনা প্রেমী এবং বিনিয়োগকারীদের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়েছে।
কেন হঠাৎ দাম বাড়লো সোনার?
বিশ্ব রাজনীতির টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলছে সোনার বাজারে। বিশেষ করে আমেরিকা এবং চীনের মধ্যে যে শুল্কযুদ্ধ চলছে, তাতে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা দিনের পর দিন বাড়ছে। আর তারই ছায়া পড়ছে ভারতের বাজারে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি এই শুল্কযুদ্ধ আরও দীর্ঘ হয়, তাহলে সোনার দাম আগামী দিনে ১ লক্ষ ৩৮ হাজারের গণ্ডিও পার করতে পারে।
আজ শহরভিত্তিক সোনার বাজার দর | Gold Price Today |
আজ দেশের বিভিন্ন শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালুরু, পাটনা ইত্যাদি জায়গায় ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,১৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৮,৩৬০/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরো চড়া। আজ দিল্লি, লখনৌ, গাজিয়াবাদ, নয়ডা, জয়পুর ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৩১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৮,৫১০/- টাকায়।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
এদিকে আজ রুপোর দরও সাধারণ মানুষের পকেটে চাপ ফেলছে। হ্যাঁ, গতকালের তুলনায় ৩০০/- টাকা বেড়ে আজ রুপোর দর দাঁড়িয়েছে ১,০১,১০০/- টাকা প্রতি কেজি।
কীভাবে নির্ধারিত হয় সোনার দর?
সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তন হয়। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা করলে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়ে। এছাড়া ভারতীয় রুপির মূল্য ওঠানামা, সরকারের নির্ধারিত শুল্ক এবং কর সোনার দরে প্রভাব আনে। এর পাশাপাশি বিয়ে এবং উৎসবের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ TTE-র বেশে ওরা দেখছে টিকিট, নিচ্ছে জরিমানাও! হাওড়া স্টেশনে বিরাট জালিয়াতির পর্দাফাঁস
ভবিষ্যৎ সম্ভাবনা
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে সোনার দর আবারও কিছুটা কমে ৭৫ হাজারের কাছাকাছি নেমে আসতে পারে। তবে যদি আবার উত্তেজনা তৈরি হয়, তাহলে প্রতি ১০ গ্রাম সোনার দর ১ লক্ষ ৩৮ হাজারের গণ্ডি পার করতে পারে। তাই যারা সোনা কিনতে চাইছেন, তারা অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে হাঁটুন।