সৌভিক মুখার্জী, কলকাতা: আজ সোমবার, ২৪শে মার্চ। সোনার বাজারে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। সপ্তাহের প্রথম দিনেই সোনার দাম (Gold Price) কমে গিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আবারো আশার আলো সঞ্চার করেছে। হ্যাঁ, এই নিয়ে টানা ৩ দিন দাম কমলো। গত শুক্রবারের তুলনায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯০০/- টাকা পর্যন্ত কমেছে। একইসঙ্গে রুপোর দামেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক, আজ ভারতের প্রধান প্রধান শহরগুলিতে সোনা ও রুপোর বর্তমান বাজার দর।
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ দেশের বড় বড় শহরগুলিতে যদি সোনার দাম খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মত শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,২৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,৭৭০/- টাকা প্রতি ১০ গ্রাম। এই শহরগুলি তুলনায় রাজধানীতে হলুদ ধাতুর মূল্য একটু চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৪৪০/- এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৯৭০/- টাকায়। যেখানে গত ৩ দিন আগে সোনার দর ৯০ হাজারের গণ্ডি পার করেছিল, সেখানে এই মূল্য পতন সাধারণ ক্রেতা এবং বিনিয়োগকারীদের মধ্যে আবারও স্বস্তি দিয়েছে।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
এদিকে রুপোর দামও ক্রেতাদের পকেটে চাপ কমিয়েছে। আজ ১ কেজি রুপোর দাম ১,০০,৯০০/- টাকা, যা গত শুক্রবারের তুলনায় ৪০০০/- টাকা কমেছে। শুক্রবারে রুপোর দাম ছিল ১,০৫,১০০/- টাকা।
সোনার দাম কেন কমছে?
সোনার দামের এই টানা পতনের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিশ্ব বাজারে সোনার চাহিদা কমে গিয়েছে। তাই ভারতের বাজারে প্রভাব পড়ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান সোনার দামের উপর আবারো চাপ সৃষ্টি করছে। তৃতীয়ত, বড় বিনিয়োগকারীরা সম্প্রতি তাদের লাভ তুলে নিচ্ছেন। ফলে সোনার দাম কমছে। এছাড়া মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সাম্প্রতিক সুদের হার বাড়ানোর এক বিবৃতির মাধ্যমে সোনার বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
ভারতের সোনার দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দরের উপর সরাসরি ভারতের বাজার নির্ভর করে। দ্বিতীয়ত, সরকারি শুল্ক এবং কর সোনার দামের প্রভাব ফেলে। এছাড়া ভারতীয় রুপির মূল্য ওঠানামাও সোনার দামে প্রভাব ফেলে। পাশাপাশি বিবাহ ও উৎসবের মরসুমে সোনার চাহিদা এমনিই আকাশছোঁয়া থাকে। তখন সোনার দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ সব সমস্যা দূর, যাত্রীদের সময় বাঁচাতে শিয়ালদা স্টেশনে চালু হল নতুন পথ
এখনই কি সোনা কেনার উপযুক্ত সময়?
যারা সোনায় বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ। কারণ সোনার দাম কমে যাওয়া মানে সস্তায় সোনা কেনার সুযোগ। তবে বাজারের গতিবিধি এবং পরিস্থিতি বুঝেই বিনিয়োগ করা উচিত। সোনার দাম ভবিষ্যতে আরও বাড়বে নাকি কমবে তা জানার জন্য নজর রাখতে হবে আন্তর্জাতিক বাজারের গতিবিধির উপর। তাই এখন বাজার পরিস্থিতি বুঝেই পা বাড়ান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |