ফের ১০০০ টাকা বাড়ল সোনার দাম, রুপোর দরও ১২৫০ টাকা ঊর্ধ্বগতি! আজকের রেট

Published:

Gold Price
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ঊর্ধ্বগতি সোনার বাজার (Gold Price)। আজ অনেকটাই চড়ল হলুদ ধাতুর বাজার দর। এই নিয়ে প্রায় এক সপ্তাহ ঊর্ধ্বগতিতে সোনার দাম। ওদিকে রুপো নিয়েও আজ খারাপ খবর। কারণ রুপোর দরও আজ ঊর্ধ্বগতিতে। কিন্তু কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা রুপো? সবটা রইল আজকের প্রতিবেদনে। IBJ Rates-র রিপোর্ট অনুসারে-

22 ক্যারেট হলমার্ক সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 96,250 টাকায়, যা গতকালের থেকে 900 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,550 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,700 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,600 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,250 টাকায়, যা গতকালের থেকে 950 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,970 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,120 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,020 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,730 টাকায়।

➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,250 টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,730 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,850 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,770 টাকায়।

আজ রুপোর বাজার দর

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,16,400 টাকায়, যা গতকালের তুলনায় 1250 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,28,000 টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,18,000 টাকায়।

আরও পড়ুনঃ মাসিক বিনিয়োগে একবারে হাতে আসবে ১৫ লক্ষ টাকা! সেরা স্কিম পোস্ট অফিসের

এখনই কি বিনিয়োগ করবেন?

দরপতনের আশায় যারা বিনিয়োগ করবেন বলে ভাবছিলেন, তাদের কপালে চিন্তার ভাঁজ। কারণ টানা এক সপ্তাহ ধরে সোনা রুপোর দাম ঊর্ধ্বগতিতে। তাই কিছুদিন অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ হয়তো আবারও দাম কমতে পারে। কিন্তু একান্তই বিনিয়োগ করতে হলে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটুন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join