Indiahood-nabobarsho

টানা দরপতন, এখনই বিনিয়োগের সঠিক সময়? দেখুন আজকের সোনা, রুপোর দাম

Published on:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগে ফের সুখবর। টানা তিনদিন ধরে দরপতন হচ্ছে হলুদ ধাতুর (Gold Price)। হ্যাঁ, শুক্রবার সকালে আবারও সোনার বাজারে লাল চিহ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার যেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 99 হাজার আশেপাশে ছিল সেখানে শুক্রবারের বাজারে কিছুটা পতন হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ 25 এপ্রিল, শুক্রবার। সোনার দর ফের কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 98,200 টাকায় ঠেকেছে এবং 22 ক্যারেট সোনা পাওয়া যাচ্ছে 90,000 টাকার নীচে। তবে কোন শহরে কত টাকায় বিক্রি হচ্ছে আজ হলুদ ধাতু? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |

আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরুতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,040 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,230 টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরও চড়া। আজ দিল্লি, লখনউ, গাজিয়াবাদ, জয়পুরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,190 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,330 টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আজ রুপোর দাম | Silver Price Today |

তবে শুধু সোনার দরই চমক দিচ্ছে না। রুপোর দরও পতন হয়েছে। হ্যাঁ, আজ রুপোর দর 100 টাকা কমে প্রতি কেজিতে দাঁড়িয়েছে 1,08,000 টাকা।

কেন কমছে সোনার দর?

গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দর কিছুটা চড়া হয়েছিল। আর তার সবথেকে বড় কারণ ছিল মার্কিন ডলারের দুর্বলতা এবং আমেরিকা ও চীনের মধ্যে চলতে থাকা শুল্কযুদ্ধ। তবে এই অস্থিরতা দিনের পর দিন বেড়ে যাওয়ার ফলে বিনিয়োগকারীরা সোনার দিকে পুরোপুরি ঝুঁকে পড়েন। কারণ সোনাই একমাত্র নিরাপদ বিনিয়োগের বিকল্প।

এদিকে ডলারের মূল্য তিন বছরের মধ্যে সবথেকে তলানিতে ঠেকেছে। ফলে সোনার আন্তর্জাতিক চাহিদা হু হু করে বাড়ছে। পাশাপাশি বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এবং কিছু প্রযুক্তিগত সংশোধনের কারণে সোনার দর তলানিতে ঠেকছে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি রাজনৈতিক টানাপোড়েন আবারও মাথা চড়া দিয়ে ওঠে এবং ডলারের দাম কমে, তবে সোনার দাম আরও চড়তে পারে।

কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?

ভারতে সোনার দাম ঠিক হয় মূলত আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে। হ্যাঁ, এছাড়াও ভারতীয় রুপির মূল্য ওঠানামা, সরকারি কর এবং আমদানি শুল্ক সোনার দরে প্রভাব ফেলে। পাশাপাশি সোনা শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম নয়, বরং বিয়ে ও উৎসবের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ ‘ছেলেকে ফিরিয়ে আনুন’, সরকারের কাছে কাতর আর্জি BSF জওয়ানের বাবার

এখনই কি বিনিয়োগ করবেন?

অক্ষয় তৃতীয়ার আগে যারা সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য হতে পারে এটি সেরা সুযোগ। কারণ দাম একটু হলেও কমেছে। তবে সোনার বাজার আবারও যেকোন সময় আগের জায়গায় ঘুরে দাঁড়াতে পারে। তাই নিজের বাজেট বুঝে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। সেটাই বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group