সৌভিক মুখার্জী, কলকাতা: সোনাপ্রেমীদের কপালে ফের চিন্তার ভাঁজ। গত কয়েক মাস ধরে সোনার দর (Gold Price) যেন আকাশ ছুঁয়েছে। একসময় তো 10 গ্রাম সোনা প্রায় 1 লক্ষ টাকা ছুঁয়ে গিয়েছিল। আর কিছুদিনের জন্য খামতি থাকলেও ফের আবার সেই লক্ষ্যমাত্রায় পৌছতে শুরু করছে।
আজ শনিবার, 27 এপ্রিল। 24 ক্যারেট সোনার দর আবারও 98,310 টাকায় পৌঁছে গিয়েছে। এদিকে 22 ক্যারেট সোনাও ঊর্ধ্বগতিতে। হিসাব বলছে, গত এক সপ্তাহে প্রায় 580 টাকা দাম বেড়েছে হলুদ ধাতুর। চলুন দেখে নেওয়া যাক, দেশের প্রধান প্রধান শহরে আজ সোনা ও রুপোর বাজারের হালচাল।
রাজধানীতে সোনার ঝলক | Gold Price Today |
আজ দিল্লিতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,310 টাকায়। এদিকে 22 ক্যারেট সোনা নিয়ে যদি আলোচনা করি, তাহলে 10 গ্রাম সোনা পাওয়া যাচ্ছে 90,170 টাকায়। বিয়ের মরসুমে দিল্লির বাজারে সোনার দরের ঊর্ধ্বগতি নতুন করে আবারও উত্তেজনা সৃষ্টি করছে।
মুম্বাই, চেন্নাই ও কলকাতায় সোনার দর
আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,020 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,210 টাকায়। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আন্তর্জাতিক বাজারে চাহিদার কারণেই এই ঊর্ধ্বগতি।
জয়পুর, লখনৌ, চন্ডিগড়ে সোনার দর
আজ জয়পুর, লখনৌ, চন্ডিগড় ইত্যাদি শহরে রাজধানীর দরেই সোনা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দর 98,310 টাকা এবং 22 ক্যারেট সোনার দর প্রতি 10 গ্রাম 90,070 টাকা।
আমেদাবাদ ও ভোপালে সোনার দর
এদিকে আমেদাবাদ ও ভোপালের মত শহরে আজ 22 ক্যারেট সোনা প্রতি 10 গ্রাম 90,070 টাকায় বিক্রি হচ্ছে এবং 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রাম 98,260 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে গুজরাটের বাজারে সোনারর চাহিদা আকাশছোঁয়া থাকে।
রুপোর বাজারে আগুন | Silver Price Today |
শুধু হলুদ ধাতু নয়, বরং সাদা ধাতুর দরও চোখে পড়ার মতো। হ্যাঁ, গত এক সপ্তাহে রুপোর দাম বেড়েছে 1900 টাকা। আজ রুপোর দাম দাঁড়িয়েছে 1,01,900 টাকা প্রতি কেজি। যেখানে গত 25 এপ্রিল ইন্দোরের বুলিয়ন মার্কেটে দাম কিছুটা কমে 98,900 টাকায় পৌঁছেছিল। বেশ করেছি বিশেষজ্ঞ মনে করছে, শিল্পক্ষেত্রে রুপোর চাহিদা বাড়ার কারণেই এই ঊর্ধ্বগতি।
আরও পড়ুনঃ দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে বিরাট দুর্ঘটনা, সৈকত নগরীতে ভেঙে পড়ল লাইট গেট
সোনার বাজার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
ভারতে সোনার বাজারে মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে দর পরিবর্তন হয়। প্রথমত আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ভারতের বাজারে প্রভাব ফেলে। এছাড়া ভারতীয় কর এবং শুল্কনীতি যদি পরিবর্তন হয়, তাহলে সোনার বাজারের দর কমবেশি দেখা যেতে পারে। পাশাপাশি বিয়ে ও উৎসবের মরসুম তো রয়েছেই। তখন স্বাভাবিকভাবেই সোনার চাহিদা আকাশছোঁয়া থাকে। আর এই সময় সোনার দর এমনিতেই ঊর্ধ্বগতিতে ঠেকে।
এখনই কি সোনা কিনবেন?
যদি আপনি সোনায় বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তাহলে এখন কিছুটা সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানার কাজ হবে। কারণ বাজারের ছবি বলছে, সোনার দাম আবারও 1 লক্ষ টাকার গণ্ডি ছুঁতে পারে। তাই যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করা ভালো।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |