সৌভিক মুখার্জী, কলকাতা: ইদের দিন আবারো চড়া হল হলুদ ধাতুর দাম (Gold Rate)। আজ সোমবার, ৩১শে মার্চ। দেশের প্রধান প্রধান শহরগুলিতে ২৪ ক্যারেট সোনা ৯১,১০০/- এর গণ্ডি পার করেছে। এদিকে ২২ ক্যারেট সোনা আজ ৮৩,৫০০/- টাকার উপরে। একইসঙ্গে রুপোর বাজারেও আজ অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, যা সাধারণ গ্রাহকদের পকেটে সরাসরি চাপ ফেলছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর সর্বশেষ মূল্য।
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,৫৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯১,১৯০/- টাকায়। এদিকে রাজধানীতে সোনার মূল্য আরো চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,৭৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯১,৩৪০/- টাকায়। ফলে সাধারণ গ্রাহকদের পকেটে এখন সরাসরি চাপ পড়ছে।
আজ রুপোর বাজার মূল্য | Silver Price Today |
এদিকে আজ রুপোর বাজারে গতকালের তুলনায় কিছুটা মূল্য পতন হয়েছে। আজ ৩১শে মার্চ, রুপোর দাম প্রতি কেজিতে ১,০৩,৯০০/- টাকা। ফলের রুপো গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর।
কেন বাড়ছে সোনার দাম?
মূলত বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণেই সোনার দাম এই ঊর্ধ্বগতি। বাজারের পরিস্থিতি যখন অনিশ্চিত হয়ে ওঠে, তখন বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে পা বাড়ান। আর তখনই সোনার মূল্য ঊর্ধ্বগতিতে ঠেকে। এছাড়া এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নীতি, ডলারের মূল্য ওঠানামা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কার ফলে সোনার দাম চড়া হচ্ছে। শুধু তাই নয়, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি প্রচুর পরিমাণে সোনা কিনে মজুদ করছে। ফলে সোনার চাহিদা বাড়ছে এবং মূল্য রেকর্ড স্তরের কাছাকাছি পৌঁছাচ্ছে।
ভারতের বাজারে কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতে সোনার দাম বিভিন্ন কারণে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। প্রথমত, আন্তর্জাতিক বাজারের মূল্যের উপর ভারতের সোনার বাজার সরাসরি নির্ভরশীল। দ্বিতীয়ত, সরকারের কর নীতির উপর সোনার দাম পরিবর্তন হয়। এছাড়া ভারতীয় রূপির মূল্যের ওঠানামা হলে সোনার দামের পরিবর্তন হয়। পাশাপাশি বিবাহ ও উৎসবের মরসুমে সোনার চাহিদা আকাশছোঁয়া থাকে। তখন স্বাভাবিকভাবেই এর দাম বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ বেতন, পেনশন বৃদ্ধির জন্য ২০২৭ পর্যন্ত করতে হবে অপেক্ষা? অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট
ভবিষ্যৎ পরিস্থিতি
বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে বেশ কিছু বাজার বিশেষজ্ঞ মনে করছেন, ভবিষ্যতের হলুদ ধাতুর দাম আরো বাড়তে পারে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার বিশ্লেষণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে সোনার এই ঊর্ধ্বগতি কতদিন স্থায়ী হবে তা সময়ই বলে দেবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |