হনুমান জয়ন্তীতে অনেকটাই বাড়ল সোনার দাম, পকেটে চাপ বাড়াচ্ছে রুপোও! আজকের রেট

Published on:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ই এপ্রিল, শনিবার। সারা দেশে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। আর এই বিশেষ দিনে সাধারণ মানুষের কপালে আবারো চিন্তার ভাঁজ ফেলল সোনার দর (Gold Price)। হ্যাঁ, মাত্র একদিনের ব্যবধানেই প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০০/- টাকা। এখন দেশের বিভিন্ন শহরে ২৪ ক্যারেট সোনার দর দাঁড়িয়েছে ৯৫,৫০০/- টাকারও বেশি। অর্থাৎ, ১ লক্ষ টাকার গণ্ডি পার করতে আর খুব বেশি দিন সময় লাগবে না। চলুন দেখে নেওয়া যাক ভারতের প্রধান প্রধান শহরে আজ সোনা ও রুপোর বাজারের হালচাল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, জয়পুর, নয়ডা, বেঙ্গালুরু ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৪৬০/- টাকায়। এদিকে ২৪ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রাম ৯৫,৪১০/- টাকা। রাজধানীতে সোনার দর আরও চড়া। দিল্লি, লখনৌ, গাজিয়াবাদের মত শহরগুলিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৭,৬১০/- টাকায়। পাশাপাশি ২৪ ক্যারেট সোনা বিকোচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৫,৫৬০/- টাকায়।

আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |

হলুদ ধাতুর পাশাপাশি সাদা ধাতুর মূল্যেও আজ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আজ প্রতি কেজি রুপোর দাম গড়ে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আজ কেজি দরে রুপোর দাম দাঁড়িয়েছে ৯৭,২০০/- টাকা। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন সোনার দামের এই হঠাৎ বৃদ্ধি?

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের কারণে সোনার দর আবারও ছ্যাঁকা দিতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে আবারও সোনার প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। কিছুদিন আগেই আন্তর্জাতিক বাজারে সোনার দর নেমে এসেছিল ৩১৬৩ মার্কিন ডলার প্রতি আউন্স থেকে ৩১০০ মার্কিন ডলার প্রতি আউল। আর মাত্র কয়েকদিনের ব্যবধানে সোনার দর আবারও ঊর্ধ্বগতিতে ঠেকেছে। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে ভারতের বাজারে।

সোনার দর কীভাবে নির্ধারিত হয়?

ভারতে সোনার বাজার মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার দর বৃদ্ধি পেলে ভারতের বাজারে দাম বাড়ে। এছাড়া ভারতীয় রুপি ও ডলারের বিনিময় মূল্য সোনার দরের সঙ্গে সরাসরি নির্ভরশীল। শুধু তাই নয়, বিয়ে ও উৎসবের মরসুমে সোনার চাহিদা আকাশছোঁয়া থাকে। তখন স্বাভাবিকভাবে সোনার গায়ে হাত দেওয়া যায় না।

আরও পড়ুনঃ রাজধানী, শতাব্দী এক্সপ্রেস ট্রেনের নামকরণ কীভাবে করে রেল? জানুন বিশদে

এখনই কি সোনা কেনা উচিত?

বর্তমানে যে হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে অনেকেই হয়তো মনে করছে এখন কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে ভবিষ্যতে দর আরো বাড়তে পারে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে হাঁটা বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group