টানা ঊর্ধ্বগতির মাঝে কিছুটা স্বস্তি, কমল সোনা-রুপোর দাম! দেখুন আজকের রেট

Published on:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর নবরাত্রির পঞ্চম দিনে অবশেষে সোনার দামে কিছুটা পতন দেখা গেল। আজ বৃহস্পতিবার, ৩রা এপ্রিল। হলুদ ধাতুর দর (Gold Price) কিছুটা কমেছে। ফলে বিনিয়োগকারীরা আবারও আশার আলো দেখছে। আজ ২৪ ক্যারেট সোনা ৯২,৯৮০/- টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় প্রায় ২০ টাকা কম। চলুন একনজরে দেখে নিই ভারতের বাজারে আজ সোনা ও রুপোর হালচাল।

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৫,০৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯২,৮৩০/- টাকায়। এদিকে রাজধানীতে হলুদ ধাতুর দাম আরো চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৫,২৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯২,৯৮০/- টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

হলুদ ধাতুর পাশাপাশি সাদা ধাতুর মূল্যেও কিছুটা পতন লক্ষ্য করা যাচ্ছে আজ। আজ প্রতি কেজি রুপোর দাম ১,০৪,৯০০/- টাকা, যা গতকালের তুলনায় প্রায় ২০০ টাকা কম। রুপোর দাম কমলেও বিনিয়োগকারীদের নজর এখন সোনার দিকেই বেশি। কারণ বিশ্ববাজারে সোনার চাহিদা দিনের পর দিন বাড়ছে। 

কেন ওঠানামা করছে সোনার দর?

বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন, ডলারের মূল্য ওঠানামা, মার্কিন অর্থনীতির কারণে সোনার দামে প্রভাব পড়ছে। সম্প্রতি বিশ্ববাজারে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকছে। তাই সোনার দাম চড়া হচ্ছে। এদিকে মার্কিন ডলারের মূল্য প্রতিনিয়ত ওঠানামা করছে, যা সোনার দামে সরাসরি প্রভাব ফেলছে। এছাড়া বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি সম্প্রতি প্রচুর পরিমাণে সোনা মজুদ করছে। ফলে সোনার বাজারে সরাসরি প্রভাব পড়ছে। আর ঠিক এই কারণেই সোনা রেকর্ড স্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ভারতে সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?

ভারতের বাজারে সোনার দাম কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দরের ওঠানামা সরাসরি ভারতের বাজারে প্রভাব ফেলে। পাশাপাশি ভারত সরকারের কর নীতি, ভারতীয় রুপির মূল্যের ওঠানামা, উৎসব ও বিয়ের মরসুম ইত্যাদি সোনার দরে সরাসরি প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ দরকার নেই AC-র, চাঁদি ফাটা গরমেও ঘর থাকবে ঠান্ডা! ৫০০ টাকা খরচে ছাদে লাগান এই জিনিস

এখন কি বিনিয়োগের সেরা সময়?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সোনার দাম আজ সামান্য কমলেও দীর্ঘমেয়াদে বাড়তে পারে। তাই যারা বিনিয়োগ করতে চান, তারা বর্তমানে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। কারণ, বিশ্ববাজারে এরকম পরিস্থিতি বজায় থাকলে সোনার দাম হয়তো ১ লক্ষ টাকাও ছুঁয়ে ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥