মধ্যবিত্তদের স্বস্তি, একধাক্কায় ৪ হাজার টাকা কমল দাম! দেখুন আজ সোনা-রুপোর রেট

Published on:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে হাফ ছেড়ে বাঁচলো সাধারণ মানুষ। সোনা ও রুপোর দাম একেবারে তলানিতে ঠেকল আজ। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আজ হলুদ ধাতুর মূল্য (Gold Price) প্রায় ১০০০/- টাকা পতন ঘটেছে এবং সাদা ধাতুর মূল্যে একধাক্কায় ৪০০০/- টাকা পতন ঘটেছে। মূলত বৈশ্বিক বাজারের অস্থিরতা, ডলারের মূল্য উত্থানপতন, বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তন, এই সমস্ত কারণেই সোনা ও রুপোর বাজারে এই মন্দা দেখা যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক, ভারতের প্রধান প্রধান শহরে আজ সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য। 

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইতে যদি সোনার দাম খতিয়ে দেখি, তাহলে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৪,০০০/- টাকায়। যেখানে গতকাল দাম ছিল ৮৫,০৯০/- টাকা। একইভাবে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯১,৬৪০/- টাকায়। যেখানে গতকাল দাম ছিল ৯২,৮৩০/- টাকা। এদিকে রাজধানীতে আজ হলুদ ধাতুর দর সামান্য চড়া। তবে গতকালের তুলনায় অনেকটাই মূল্য পতন ঘটেছে। আজ দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৪,১৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯১,৯৭০/- টাকায়। 

রুপোর বাজারের হালচাল | Silver Price Today |

এদিকে সোনার পাশাপাশি রুপো গ্রাহকদের জন্য অনেকটাই স্বস্তি ফিরেছে। একধাক্কায় ৪০০০/- টাকা মূল্য পতন ঘটেছে সাদা ধাতুর। যেখানে গতকাল দাম ছিল ১,০৩,০০০/- টাকা প্রতি কেজি, সেখানে আজ মূল্য দাড়িয়ে আছে মাত্র ৯৯,০০০/- টাকা প্রতি কেজি।

কেন মূল্য পতন হল সোনা-রুপোর

সনা-রুপোর এই মূল্য পতনের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সম্প্রতি কিছুটা মন্দা দেখা দিয়েছে। ফলে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়ছে। এছাড়া মার্কিন ডলারের মূল্য আবারও হঠাৎ করে বেড়ে গিয়েছে, যা আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলে মূল্য পতন ঘটেছে হলুদ ধাতুর। এর পাশাপাশি বিনিয়োগকারীরা সম্প্রতি তাদের মুনাফা তুলে নিচ্ছে। যা সোনার সরবরাহ বাড়াচ্ছে এবং দামও কমিয়ে দিচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ভারতের বাজারে কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?

ভারতের বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সোনার দাম নির্ভর করে। প্রথমত, বিশ্ব বাজারে দর ওঠানামা করলে ভারতের বাজারে প্রভাব পড়ে। এছাড়া সরকারি কর ও শুল্কনীতি সোনার দামকে ত্বরান্বিত করে। এমনকি ভারতীয় রুপির মূল্য ওঠানামা করলেও সোনার দামে প্রভাব পড়ে। পাশাপাশি বিয়ে ও উৎসবের মরসুমে সোনার চাহিদা এমনিই আকাশছোঁয়া থাকে। তখন সোনার দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ কীভাবে নতুন নিয়োগ, কারা আবেদন যোগ্য, কারা নয়? চাকরি বাতিল নিয়ে জানাল সুপ্রিম কোর্ট

এখন কি সোনা কেনা ঠিক হবে?

হঠাৎ করে এই মূল্য পতনকে সবুজ সংকেত ভেবে এখন বিনিয়োগকারীরা সোনার দিকে পা বাড়াবেন। তবে বেশ কিছু বাজার বিশেষজ্ঞ মনে করছে, ভবিষ্যতে সোনার দাম আবারও চড়া হতে পারে। তাই বুঝেশুনে এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥