সৌভিক মুখার্জী, কলকাতা: যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য আবারো বড় সুখবর। সোনা এবং রুপোর দাম (Gold Price) টানা চতুর্থ দিনের জন্যে তলানিতে ঠেকল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আজ ৭ই এপ্রিল, সোমবার। দেশের প্রায় সব শহরেই আজ ৯০,৬০০/- টাকার নীচে নেমে গিয়েছে ২৪ ক্যারেট সোনার বাট। পাশাপাশি ২২ ক্যারেট হলমার্ক গয়না তো ৮৩,০০০/- টাকার আশেপাশে ঘুরছে। ফলে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের পকেটের চাপ আবারো কমেছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।
কতটা কমলো সোনার দর?
আজকের দিনে অর্থাৎ, সোমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার প্রায় ৭০০/- টাকা দরপতন হয়েছে। শুধু সোনা নয়, বরং রুপোর দামেও আজ বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। গত এক সপ্তাহে প্রায় ১০,০০০/- টাকা কমেছে সাদা ধাতুর মূল্য। আজ দাম দাঁড়িয়েছে মাত্র ৯৩,৯০০/- টাকা প্রতি কেজিতে।
বিভিন্ন শহরে আজ সোনার দর
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনার বাট বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,০৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট হলমার্ক সোনার গয়না বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৬৫০/- টাকায়। তবে স্বাভাবিকভাবেই যেমন রাজধানীতে প্রতিদিন দাম একটু চড়া থাকে, সেরকমই আজ দিল্লি ও লখনউতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,২৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৮০০/- টাকায়।
কেন কমছে সোনার দাম?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, ৪ই এপ্রিল, ২০২৫-এ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি আরোপ করায় আন্তর্জাতিক বাণিজ্যে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। আর এর জেরে অন্যান্য সম্পদের ক্ষতি পুষিয়ে নিতে বিনিয়োগকারীরা মজুদ সোনা বিক্রি করে দিচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৩১৬৩ মার্কিন ডলার প্রতি আউন্স থেকে কমে ৩১০০ মার্কিন ডলার প্রতি আউন্সে ঠেকছে।
কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতে সোনার দাম প্রতিনিয়তই ওঠানামা করে। আর এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পেলে ভারতের বাজারে সোনার দাম বাড়ে। দ্বিতীয়ত, সরকারের করনীতি ও আমদানি শুল্ক সরাসরি সোনার দামে প্রভাব ফেলে। এছাড়া ভারতীয় রুপি ও ডলারের মূল্যের ওঠানামা সোনার দরকে ত্বরান্বিত করে। পাশাপাশি উৎসব এবং বিয়ের মরসুমে সোনার চাহিদা এমনিতেই আকাশছোঁয়া থাকে। তখন সোনার গায়ে হাত দিতে গেলেই ছ্যাঁকা লাগে।
আরও পড়ুনঃ Treasure NFT-তে বিনিয়োগ করেছেন? পড়বেন চরম ফ্যাসাদে! সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
যারা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি সেরা সময়। তবে বাজারের অস্থিরতা এবং আন্তর্জাতিক প্রভাবের কারণে আগামী দিনে সোনার দামের আরও পতনের সম্ভাবনা থাকছে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |