সৌভিক মুখার্জী, কলকাতাঃ হোলির মরসুমে ফের সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ পড়ল। গতকালের তুলনায় অনেকটাই বাড়ল আজ সোনার দাম (Gold Price)। পাশাপাশি রুপোর বাজারও আজ সাধারণ মানুষের পকেটে অতিরিক্ত চাপ ফেলছে। আন্তর্জাতিক বাজারের মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন আর্থিক নীতির উপর ভর করেই হলুদ ধাতুর দাম চড়া হচ্ছে। চলুন ভারতের বাজারে আজ সোনা এবং রুপোর বর্তমান বাজার মূল্যের দিকে একটি তাকাই।
আন্তর্জাতিক বাজারে সোনার অবস্থা
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে বুধবার স্পট গোল্ডের দাম ২৯১০ মার্কিন ডলার প্রতি আউন্সে স্থির ছিল। তবে গতকালের তুলনায় ১% বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। এই বৃদ্ধির মূল কারণ হল মার্কিন ডলারের দুর্বলতা এবং সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীদের আকর্ষণ বৃদ্ধি।
আজ সোনার বাজার দর | Gold Price Today |
গতকালের তুলনায় আজ অনেকটাই বেড়েছে হলুদ ধাতুর দাম। ২৪ ক্যারেট সোনার দাম আজ ৪৯০/- টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৮৭,৯৮০/- টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৫০/- টাকা বেড়ে বর্তমান দাম দাঁড়িয়েছে ৮০,৬৫০/- টাকা। ১৮ ক্যারেট সোনার দামও কিছু কম যায়নি। ১৮ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৩৭০/- টাকা বৃদ্ধি পেয়ে বর্তমান দাম দাঁড়িয়েছে ৬৫,৯৯০/- টাকা। ফলে সাধারণ মানুষের পকেটের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
রুপোর বাজার মূল্য | Silver Price Today |
গতকালের তুলনায় আজ রুপোর দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আজ প্রতি ১ কেজি রুপোর দাম ১,০০,১০০/- টাকায় পৌঁছে গেছে। যেখানে ১০ গ্রাম রুপো কিনতে গেলে খরচ পড়বে ১০০১/- টাকা, যা সাধারণ মানুষের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
MCX-এ সোনা ও রুপোর বর্তমান পরিস্থিতি
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ ২০২৫ সালের এপ্রিল মাসে সোনার ফিউচার মূল্য ৮৬,৮৪০/- টাকা প্রতি ১০ গ্রাম ছুঁয়েছে। কিন্তু গতকালের তুলনায় আজ ৪৬ টাকা মূল্য পতন হয়েছে। অন্যদিকে মে ২০২৫-এর জন্য রুপোর ফিউচার মূল্য ৯৯,৩৫০/- টাকা প্রতি কেজিতে পৌঁছেছে, যা গতকালের তুলনায় ১২৬ টাকা কমেছে।
কেন বাড়ছে সোনার দাম?
মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মুদ্রাস্ফিতির রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে, ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে। আর এজন্য সোনার বাজারকে সবাই ইতিবাচক সংকেত হিসেবে দেখছে। ফলে সোনার দাম চড়া হচ্ছে। এছাড়া বাজারে সোনার Exchange Traded Fund (ETF) বিনিয়োগের পরিমাণ বাড়ছে, যা সোনার দামকে আরো ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে।
আরও পড়ুনঃ শিয়ালদা, হাওড়া শাখায় এক ধাক্কায় বাতিল প্রায় ৩০০ লোকাল ট্রেন! তালিকা দিল পূর্ব রেল
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী দিনে ভারতে সোনার দাম ৮৫,০০০/- টাকা থেকে ৮৬,৫০০/- টাকা প্রতি ১০ গ্রামের মধ্যে ঘোরাফেরা করতে পারে। হোলির মরসুমে ভারতের সোনার বাজার বেশ চাঙ্গা হয়েছে। তাই বিনিয়োগকারীদের উচিত বাজারের সাম্প্রতিক গতিবিধি পর্যবেক্ষণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।