সৌভিক মুখার্জী, কলকাতাঃ হোলির পর দুইদিন মূল্য পতনের পর ফের আজ সোনার দাম (Gold Price) রেকর্ড বৃদ্ধি। আজ ১৯শে মার্চ, বুধবার ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৯০ হাজার টাকা ছুঁয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। হোলির পর থেকে আবার সোনার বাজার উর্ধ্বমুখী। একদিনে ৯০০/- টাকা পর্যন্ত দাম বেড়েছে হলুদ ধাতুর। শুধু সোনা নয়, রুপোর দামও আজ আকাশছোঁয়া। ১ কেজি রুপোর বর্তমান মূল্য আছে ১,০৫,৮০০/- টাকা ছুঁয়েছে, যা গতকালের তুলনায় প্রায় ৩০০০/- টাকা বেশি। চলুন দেখে নেওয়া যাক, ভারতের বড় বড় শহরগুলোতে আজ সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।
আজ সোনার বাজার দর | Gold Price Today |
গতকালের তুলনায় আজ অনেকটাই চড়া হয়েছে হলুদ ধাতুর মূল্য। চেন্নাই, মুম্বাই, কলকাতা শহরগুলিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৯০০/- টাকায়। হ্যাঁ একদম ঠিক শুনছেন। গতকালের তুলনায় প্রায় ৯০০/- টাকা চড়াও হয়েছে সোনার মূল্য। এদিকে ২৪ ক্যারেট সোনা ছুঁয়েছে ৯০,৪৪০/- টাকা প্রতি ১০ গ্রামে। রাজধানীতে তো সোনার মূল্য আরো চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে পতি ১০ গ্রাম ৮৩,০৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৫৯০/- টাকায়। ফলে গ্রাহকদের পকেটে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
এদিকে রুপোর গ্রাহকদের জন্যও চিন্তার কারণ। কারণ গতকালের তুলনায় আজ অনেকটাই বেড়েছে রুপোর দর। আজ প্রতি কেজি রুপো দাঁড়িয়েছে ১,০৫,৮০০/- টাকা, যেখানে গতকাল দাম ছিল ১,০২,৮০০/- টাকা। অর্থাৎ, প্রায় ৩০০০/- টাকা বৃদ্ধি পেয়েছে রুপোর দাম।
কেন বাড়লো সোনার দাম?
সোনার দামের এই বৃদ্ধি হঠাৎ হয়নি। বরং কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এর পিছনে। যখনই বিশ্ববাজারের অনিশ্চয়তা বাড়ে, তখন বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকেন। আর সেই কারণে হঠাৎ করে চড়া হয়েছে সোনার দাম। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে। ফলে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে দাম বেড়েছে হলুদ ধাতুর। এখানেই শেষ নয়। মার্কিন ডলারের মূল্য আজ অনেকটাই হ্রাস পেয়েছে। ফলে সোনার দামের উপর সরাসরি প্রভাব পড়ছে।
এখন কি সোনা বিক্রি করার সেরা সময়?
যদি আপনি ইতিমধ্যেই সোনায় বিনিয়োগ করে থাকেন এবং মুনাফা তুলতে চান, তাহলে আপনার সোনা বিক্রি করে দেওয়া উচিত। কারণ বাজার দর আরো বাড়বে নাকি কমবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এদিকে সোনার দাম আরো বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান তাদের জন্য ইতিবাচক ফল আসতে পারে।
আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন আসবে?
বেশ কিছু সূত্র বলছে, ২০২৫ সালের শেষের দিকে সোনার দাম আরো বাড়তে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র সুদের হার আরো কমিয়ে দেয় এবং বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে, তাহলে সোনার বাজার অস্থির থাকবে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই সঠিক পরিকল্পনা করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |