টানা কমছে সোনার দাম, রুপোও সুখবর দিচ্ছে! দেখুন আজকের রেট

Published on:

Gold and silver price today

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজারে আজ বড়সড় পরিবর্তন। টানা তৃতীয় দিন দাম কমেছে সোনার (Gold Price)। আজ ২৫শে মার্চ, মঙ্গলবার। ভারতের বাজারে আজ প্রায় ২০০ টাকা মূল্য পতন ঘটেছে হলুদ ধাতুর। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। যারা সোনায় বিনিয়োগ বা কেনাকাটার পরিকল্পনা করছেন তাদের জন্য হতে চলেছে এটি সুবর্ণ সুযোগ। দেশের বড় বড় শহরগুলিতে আজ ২৪ ক্যারেট সোনা ৮৯,৭০০/- টাকার আশেপাশে এবং ২২ ক্যারেট সোনা ৮২,১০০/- টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে। চলুন দেখানো হয়ে যাক আজ সোনা ও রুপোর বাজার দর।

আজ সোনার বাজার দর | Gold Price Today |

গতকাল অর্থাৎ, সোমবারের তুলনায় আজ দেশের বাজারে প্রায় ২০০ টাকা মূল্য পতন হয়েছে সোনার। আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮২,১৪০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,৬১০/- টাকায়। তবে রাজধানীতে এই শহরগুলি তুলনায় সোনার দাম একটু চড়া। দিল্লিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,২৯০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,৭৬০/- টাকায়। ফলে সাধারণ ক্রেতা এবং বিনিয়োগকারীদের পকেটে কিছুটা চাপ কমেছে।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

এদিকে গতকালের তুলনায় আজ রুপোর দরে সেরকম কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আজ ২৫শে মার্চ, ১ কেজি রুপোর দাম ১,০০,৯০০/- হাজার টাকা, যেখানে গতকালও একই দাম ছিল। যদিও গত এক সপ্তাহে প্রায় ৪০০০/- টাকা মূল্য পতন ঘটেছে সাদা ধাতুর। তাই রুপোর গ্রাহকদের জন্যও কিছুটা স্বস্তি ফিরেছে।

কেন কমছে সোনার দাম?

সোনার দামের এই টানা পতনের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দর সম্প্রতি কমে গিয়েছে। ফলে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়ছে। দ্বিতীয়ত, মার্কিন ডলারের মূল্য হঠাৎ করে বেড়ে গিয়েছে, যা আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কমিয়ে দিয়েছে। ফলে দামও কমছে। তৃতীয়ত, বড়সড় বিনিয়োগকারীরা বাজার থেকে তাদের মুনাফা তুলে নিচ্ছে, যা সোনার সরবরাহ বাড়াচ্ছে এবং দাম কমাচ্ছে। 

ভারতে কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?

ভারতের বাজারে সোনার দাম কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথমত, বিশ্ববাজারে সোনার দর ওঠানামা করলে দেশের বাজারে প্রভাব পড়ে। দ্বিতীয়ত, সরকার যদি শুল্ক বাড়িয়ে দেয় তাহলে সোনার দামও বৃদ্ধি পায়। তৃতীয়ত, ভারতীয় রুপির মূল্য কমলে সোনার দাম বাড়ে। এছাড়া বিয়ে বা উৎসবের মরসুমে সোনার চাহিদা এমনিই আকাশছোঁয়া থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দাম বৃদ্ধি পায়। বিশেষ করে ধনতেরাস, দুর্গাপূজা ও বিয়ের সময় তো সোনার গায়ে হাতই দেওয়া যায় না। 

আরও পড়ুনঃ মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড 5G ডেটা! মিলবে প্রচুর সুবিধাও, ঘোষণা VI-র

এখন সোনা কেনা ঠিক হবে?

টানা মূল্য পতনের পর সোনা কেনা বিনিয়োগের জন্য লাভজনক হতে পারে। তবে আপনি যদি বিয়ে বা গয়নার জন্য সোনা কিনতে চান, তাহলে আরও দাম কমতে পারে কিনা তা দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বিনিয়োগ করলে এখন সুযোগ নিতে পারেন। কারণ বাজারে হঠাৎ চাহিদা বাড়লে দাম আবারও বাড়তে পারে। ফলে তখন পকেটে মুনাফা আসবে। তবে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥