সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্য পতনের পর ফের সোনার বাজারে ঊর্ধ্বগতি। আজ ২৮শে মার্চ, শুক্রবার। যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বড় ধাক্কা। আজ বাজারে সোনার দাম (Gold Price) অনেকটাই বেড়েছে, যা বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের উপরেও প্রভাব ফেলছে। জানা যাচ্ছে, আজ ২৪ ক্যারেট সোনা আবারও ৯০ হাজারের গণ্ডি পার করেছে। এদিকে ২২ ক্যারেট সোনান আজ ৮২,৪০০/- টাকা টপকে গিয়েছে। গতকালের তুলনায় আজ প্রায় ৪৫০/- টাকা বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর দাম। তবে সোনার তুলনায় রুপোর মূল্যে কিছুটা পতন ঘটেছে। চলুন দেখে নেওয়া যাক, দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজ সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন মুম্বাই, চেন্নাই, কলকাতা ইত্যাদি জায়গায় ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮১,৩৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৮৫০/- টাকায়। এদিকে রাজধানীতে আজ সোনার মূল্য অনেকটাই চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮২,৫১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,০০০/- টাকায়। যেখানে গতকালের সঙ্গে তুলনা করলে প্রায় ৪৫০/- টাকা বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর মূল্য।
আজ রুপোর বাজার মূল্য | Silver Price Today |
এদিকে আজ রুপোর মূল্যে কিছুটা পতন ঘটেছে। যেখানে গতকাল রুপোর দাম ছিল ১,০২,১০০/- টাকা প্রতি কেজি, সেখানে আজ সাদা ধাতুর দাম দাঁড়িয়েছে ১,০১,৯০০/- টাকা প্রতি কেজি। ফলে রুপো গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর।
কেন বাড়ছে সোনার দাম?
বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতির পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির প্রভাব বাড়ায় বিনিয়োগকারীরা আবারও সোনার দিকে ঝুঁকছে, যা সোনার দরে প্রভাব ফেলছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সংঘাত এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে সোনার চাহিদা তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে সোনার দাম ঊর্ধ্বগতিতে ঠেকছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক সোনার দরে সরাসরি প্রভাব ফেলছে। এখানেই শেষ নয়। মার্কিন ডলারের সাম্প্রতিক তারতম্য সোনার বাজারকে বেশ প্রভাবিত করছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলি সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে সোনা মজুদ করে রাখছে। ফলে সোনার বাজারে প্রভাব পড়ছে।
ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
ভারতের বাজারে সোনার মূল্য বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, বিশ্বব্যাপী সোনার দাম ওঠানামা করলে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়ে। এছাড়া ডলারের তুলনায় রুপির মূল্যে যদি তারতম লক্ষ্য করা যায়, তাহলে সোনার দামে প্রভাব পড়ে। এর পাশাপাশি বিয়ে এবং উৎসবের মরসুমে সোনার চাহিদা এমনিতেই আকাশছোঁয়া থাকে। তখন হলুদ ধাতুর দাম স্বাভাবিকের তুলনায় অনেকটাই চড়া হয়।
আরও পড়ুনঃ ৫০০ বন্দির জীবনদান! ইদের আগে ভারতকে বিরাট উপহার UAE-র
সোনার বাজারের ভবিষ্যৎ কী?
বেশ কিছু সূত্র দাবি করছে, বর্তমান পরিস্থিতি অনুসারে সোনার দাম আরো বাড়তে পারে। তাই যারা বিনিয়োগের কথা মাথায় আনছেন, তাদের জন্য হতে পারে এটি সঠিক সময়। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজারের ওঠানামার উপর ভিত্তি করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই সিদ্ধান্তের পথে হাঁটুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |