ফের রেকর্ড গড়ল সোনার দাম, রুপোর দরেও আগুন! রইল আজকের রেট

Published on:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন সোনার দাম (Gold Price) রেকর্ড স্পর্শ করছে। আজও সোনার বাজারে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। আজ ২৯শে মার্চ, শনিবার। সোনার দাম হু হু করে বেড়েছে। দেশের বাজারে ২৪ ক্যারেট সোনা আজ ৯১ হাজারের গণ্ডি পার করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। পাশাপাশি ২২ ক্যারেট সোনা ৮৪ হাজারের ঘরে পৌঁছেছে, যা গতকালের তুলনায় প্রায় একধাক্কায় ১২০০/- টাকা মূল্যবৃদ্ধি। এদিকে রুপোর দামও আজ ঊর্ধ্বমুখী। আজ প্রতি কেজি রুপো আবারও ১,০৫,০০০/- টাকা ছুঁয়েছে, যা গতকালের তুলনায় প্রায় ৪০০০/- টাকা বেশি। চলুন দেখে নেওয়া যাক ভারতের বাজারে আজ সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ সোনার বাজার দর | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাইতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,৪০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা ৯০,৯৮০/- টাকা পার করেছে। হিসাব দেখলে বোঝা যাচ্ছে গতকালের তুলনায় প্রায় ১২০০/- টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর। এদিকে রাজধানীতে সোনার দাম আরো বেশি। দিল্লিতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,৫৫০/- টাকায়। এদিকে ২৪ ক্যারেট সোনা ৯১,১৩০/- টাকার গণ্ডি পার করেছে দিল্লিতে।

আজ রুপোর বাজার মূল্য | Silver Price Today |

যেখানে গতকাল রুপোর দাম ছিল ১,০১,৯০০/- টাকা প্রতি কেজি, সেখানে আজ রুপোর দাম দাঁড়িয়েছে একধাক্কায় ১,০৫,০০০/- টাকা প্রতি কেজি। অর্থাৎ, প্রায় ৪০০০/- টাকা মূল্যবৃদ্ধি পেয়েছে সাদা ধাতুর, যার রুপো গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন সোনার দাম বেড়ে চলেছে?

বর্তমানে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক উত্তেজনার কারণে সোনার বাজারের এই ঊর্ধ্বমূল্য। মানুষ যখনই বাজারে অস্থিরতা অনুভব করে, তখনই তারা নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসাবে সোনার দিকে ঝোঁকেন। আর এই কারণেই সোনার দাম চড়া হচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি সম্প্রতি প্রচুর পরিমাণে সোনা কিনছে। তাই সোনার দাম দিনের পর দিন আকাশছোঁয়া হচ্ছে।

ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?

ভারতের বাজারে মূলত কয়েকটি বিষয়ের উপর সোনার দাম নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দরের উপর ভারতের বাজার সরাসরি নির্ভরশীল। এছাড়া ভারতীয় মুদ্রার মূল্য ওঠানামা করলে সোনার দামে বড়সড় পরিবর্তন দেখা যায়। পাশাপাশি সরকারি কর ও আমদানি শুল্ক সোনার দামে প্রভাব ফেলে। এছাড়া বিয়ে এবং উৎসবের মরসুমে সোনার চাহিদা এমনিই আকাশছোঁয়া থাকে। তখন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পায় হলুদ ধাতুর মূল্য। 

আরও পড়ুনঃ সূর্যগ্রহণের সঙ্গে শনি অমাবস্যার বিশেষ সংযোগ! আজ ভুলেও করবেন না এই ৫ কাজ

ভবিষ্যৎ সম্ভাবনা

সোনার দামের এই ক্রমাগত ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের জন্য গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা সোনায় বিনিয়োগ করেন বা বিয়ের জন্য সোনা কেনার পরিকল্পনা করছেন, তারা পা বাড়াতে ভয় পাচ্ছেন। তবে যদি বর্তমান মূল্যবৃদ্ধির প্রবণতা বজায় থাকে, তাহলে সোনার দাম আগামী দিনে আরো বাড়তে পারে। তাই সোনার বাজার সম্পর্কে সব সময় আপডেট থাকুন এবং বাজার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group