মধ্যবিত্তদের ধাক্কা! ফের হু হু করে বাড়ছে সোনার দাম, আজ রুপোর দর কত?

Published on:

Gold and silver price today

সৌভিক মুখার্জী, কলকাতাঃ কয়েকদিন টানা দাম কমার পর ভারতে সোনার বাজার (Gold Price) আবার ঊর্ধ্বমুখী। আজ ৬ই মার্চ ২০২৫, বৃহস্পতিবার। ১০ গ্রাম সোনার দাম এক লাফে ৬০০ টাকা বেড়ে গিয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনছেন। ২৪ ক্যারেট সোনার দাম এখন প্রায় ৮৭,৯০০/- টাকার আশেপাশে ঘরাঘুরি করছে এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৮০,৬০০/- টাকা পার করেছে। অন্যদিকে রুপোর দামেও স্বস্তি মেলেনি। কারণ সাদা ধাতুর বাজারও আজ ঊর্ধ্বমুখী। চলুন দেখে নেওয়া যাক, ভারতের বড় বড় শহরগুলিতে আজ সোনা ও রুপোর বর্তমান বাজার দর।

সোনার দাম বৃদ্ধির কারণ

সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে যে বিষয়গুলিকে বিশেষজ্ঞরা মনে করছে, তার মধ্যে প্রধান হল অর্থনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক টানাপোড়েন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডা, মেক্সিকো এবং চীনের উপর নতুন কর বসানোর ঘোষণা করেছে। যার ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে সোনার দিকে পা বাড়াচ্ছেন। সোনাকে অনেকে নিরাপদ বিনিময়ের মাধ্যম হিসেবে দেখাতেই এর চাহিদা বাড়ছে এবং দামও ঊর্ধ্বমুখী।

শুধু এখানেই শেষ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার দিনের পর দিন বেড়ে চলেছে। খুচরো বিক্রি কমছে এবং অর্থনৈতিক গতি মন্থরের দিকে গড়াচ্ছে। এর ফলে ফেডারেল ডিজার্ভ শীঘ্রই সুদের হার কমানোর ঘোষণা করতে পারে, যা মার্কিন ডলারের দাম কমিয়ে দেবে। আর ডলারের দুর্বলতা সোনার বাজারে সরাসরি প্রভাব ফেলে। তাই বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর ফলে দাম বাড়ছে হলুদ ধাতুর।

দেশের প্রধান শহরগুলিতে আজ সোনার দাম | Gold Price Today |

গতকালের তুলনায় আজ একধাক্কায় ৬০০ টাকা দাম বেড়েছে হলুদ দাদুর। হ্যাঁ ঠিকই শুনছেন। আজ কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের মত বড় বড় শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮০,৬৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৯৯০/- টাকায়। শুধু তাই নয়, রাজধানীতে আজ সোনার দর আরও আকাশছোঁয়া। দিল্লীতে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮০,৮১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৮,১৪০/- টাকায়। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

জানলে চমকে উঠবেন, আজ রুপোর দাম প্রতি ১ কেজিতে ১০০০/- টাকা বেড়েছে। গতকাল রুপোর দাম ছিল ৯৬,৯০০/- টাকা প্রতি কেজি। আজ দাম বেড়ে হয়েছে ৯৭,৯০০/- টাকা প্রতি কেজি। তাই যারা রুপো কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। 

ভারতের সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?

ভারতে মূলত সোনার মূল্য আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। এর প্রধান কারণগুলি হল আন্তর্জাতিক বাজারে সোনার দাম, সরকারি কর, ডলারের বিপরীতে ভারতীয় রূপির মূল্য এবং উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা। সাধারণভাবেই বিয়ের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন এর দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ ঘরের মাঠেই হার, AFC লিগের সেমিতে উঠতে পারবে ইস্টবেঙ্গল?

তাই যারা এখন সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন তারা বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। কারণ দিনের পর দিন সোনার দাম আরও চড়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥