সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো হলুদ ধাতুর দর (Gold Price)। হ্যাঁ সোনাপ্রেমীদের জন্য আবারও দুঃসংবাদ। আজ 22 ক্যারেট সোনা প্রতি গ্রাম 400 টাকা এবং 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রাম 440 টাকা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। এদিকে রুপো আজ বিরাট সুখবর শোনাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।
কোন শহরে সোনার কত রেট? | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 10 গ্রাম 89,800 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,970 টাকায়। এদিকে রাজধানীতে সোনার দর আরও চড়া। আজ দিল্লি, আহমেদাবাদ, নয়ডা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,950 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,120 টাকায়।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
এদিকে আজ বিরাট সুখবর শুনিয়েছে রুপো। হ্যাঁ, প্রতি কেজিতে আজ 1300 টাকা মূল্য পতন হয়েছে সাদা ধাতুর। যেখানে গতকাল দাম ছিল 1,01,800 টাকা প্রতি কেজি, সেখানে আজ দর দাঁড়িয়েছে মাত্র 1,00,500 টাকা প্রতি কেজি। ফলে সাদা ধাতু গ্রাহকদের জন্য স্বস্তির হাওয়া।
কেন সোনার দাম বাড়ছে?
সোনার দামের এই ঊর্ধ্বগতির পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, সম্প্রতি আমেরিকা এবং চীনের মধ্যে যে শুল্কযুদ্ধ লেগেছে, তার প্রভাব সরাসরি ভারতের সোনার বাজারে পড়ছে। দ্বিতীয়ত, বিনিয়োগকারীরা সম্প্রতি সোনার দিকে আবারও পা বাড়াচ্ছে এবং বাজারে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। যার ফলে সোনার দর ঊর্ধ্বগতিতে ঠেকছে। শুধু তাই নয়, সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও প্রচুর পরিমাণে সোনা মজুদ করছে, যা সোনার বাজার দরকে আরও বাড়িয়ে দিচ্ছে।
ভারতে কীভাবে নির্ধারিত হয় সোনার দর?
ভারতের বাজারে সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার হালচালের উপর ভারতের বাজার নির্ভরশীল। দ্বিতীয়ত, ভারতীয় রুপির মূল্য ওঠানামা করলে সোনার দর পরিবর্তিত হয়। তৃতীয়ত, উৎসব ও বিয়ের সময় সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দর বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ প্রতি মাসে নিশ্চিত ৯৩৭৫ টাকা আয়, LIC-র নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে দুর্দান্ত লাভ
এখন কি বিনিয়োগ করবেন?
যারা এখন সোনা কেনার কথা ভাবছেন, তাদের এই ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে একটু পিছিয়ে আসা উচিত। তবে যদি বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিন। কারণ সোনার বাজারের যা হালচাল, তাতে কখন বাড়বে বা কখন কমবে ঠিক বলা মুশকিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |