জেনে ছ্যাকা লাগবে! এক সপ্তাহে অনেকটাই বাড়ল সোনা রুপোর দাম, আজকের রেট কত?

Published on:

Today Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দাম (Gold Rate) ক্রমশ ঊর্ধ্বমুখী, যা সাধারণ মানুষের এখন প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিয়ের মরসুমে যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথমেই সোনার বাজার দর সম্পর্কে জানতে হবে। কারণ গত এক সপ্তাহ থেকে ২৪ ক্যারেট সোনার দাম ১৭০০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১৫৫০/- টাকা পর্যন্ত বেড়ে গেছে। এই বৃদ্ধির হার যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতের সোনা কেনা সাধারণ মানুষের জন্যে আরো কঠিন হয়ে দাঁড়াতে পারে। চলুন দেখে নেওয়া যাক দেশের ১০টি বড় শহরে সোনার বর্তমান বাজার দর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেশের প্রধান শহরগুলিতে সোনার দাম | Gold Price Today |

রাজধানী দিল্লিতে সোনার দামের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব, আজ ২৪ ক্যারেট সোনার দাম পৌছে গেছে ৮৭,৯০০/- (১০ গ্রাম) টাকায় এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮০,৬০০/- টাকায়। মুম্বাই, চেন্নাই, কলকাতা তিনটি বড় বড় শহরে আজ ২২ ক্যারেট সোনা ৮০,৪৫০/- টাকায় বিক্রি হচ্ছে এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮০,৭৭০/- টাকায়। তবে এখানেই শেষ নয়। জয়পুর, লখনৌ, চন্ডিগড় ইত্যাদি শহরেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এই শহরগুলিতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৯০০/- টাকায় এবং ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮০,৬০০/- টাকায়।

হায়দ্রাবাদে সোনার দামের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব এখানে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮০,৪৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৭,৭৭০/- টাকায়। এছাড়া ভোপাল ও আমেদাবাদে ২২ ক্যারেট সোনার দাম আজ ৮০,৫০০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৮৭,৮০০/- টাকা। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রুপোর বর্তমান দর | Silver Price Today |

সোনার দামের পাশাপাশি গত সপ্তাহে রুপোর দামও বেশ ওঠানামা করেছে। আজ ২৩শে ফেব্রুয়ারি, রুপোর দাম ১,০০,৫০০/- টাকা প্রতি কেজিতে ছুঁয়ে গেছে। কিন্তু কিছু কিছু বাজারে ৯৭,২০০/- টাকা পর্যন্ত দর নেমে গেছে। তবে ঝাড়খণ্ডের রাঁচিতে আজ রুপো বিকোচ্ছে ১,০৮,০০০/- টাকা প্রতি কেজি দরে। 

জাতীয় স্তরে সোনা এবং রুপোর দাম

গতকাল অর্থাৎ, ২২শে ফেব্রুয়ারি জাতীয় স্তরে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম ছিল ৮৬,০৯২/- টাকা প্রতি ভরি এবং রুপোর দাম ছিল প্রতি কেজিতে ৯৭,১৪৭/- টাকা। পার্থক্যটা দেখে বোঝাই যাচ্ছে গতকালের তুলনায় আজ কতটা দাম বেড়েছে।

আরও পড়ুনঃ ফের বড় ঝটকা! আবারও বাড়তে চলেছে সরষে সহ সমস্ত ভোজ্য তেলের দাম, এবার কতটা?

সোনা কেনার জন্যে পরামর্শ

সোনা তো সবাই কিনতে চান। তবে বলে রাখি, সোনার অলংকার কেনার আগে অবশ্যই হলমার্ক দেখে নিন। হলমার্ক থাকা মানে সেই সোনাটি খাঁটি সোনা। কারণ এটি BIS দ্বারা স্বীকৃত। খাঁটি সোনা নিশ্চিত করতে শুধুমাত্র BIS হলমার্ক যুক্ত সোনা কিনুন। তবে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা এখনই করে থাকেন তাহলে অবশ্যই বর্তমান বাজার পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্ত নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group