সোনা-রুপোর গায়ে আগুন, বাড়ছে দাম! দেখুন আজকের রেট

Published:

Updated:

Gold Price
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে চলছে যুদ্ধকালীন উত্তেজনা। আর তার মধ্যেই সোনার দাম (Gold Price) সাধারণ মানুষের পকেটে চাপ ফেলছে। আজ 8 মে, বৃহস্পতিবার। সকালে ফের উর্ধ্বমুখী হল সোনার বাজার। বিনিয়োগকারীদের দৃষ্টি আবারও সোনার দিকে পড়েছে। আর চাহিদা বাড়ার জন্যই হু হু করে বাড়ছে হলুদ ধাতুর দাম। কিন্তু কোন শহরে কতই বিকোচ্ছে আজ সোনা? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটিতে চোখ রাখুন।

আজ সোনার দাম কত?

আজ 8ই মে, 24 ক্যারেট সোনা পৌছে গিয়েছে 99,100 টাকা প্রতি 10 গ্রাম এবং 22 ক্যারেট সোনা পৌঁছে গিয়েছে 90,900 টাকা প্রতি 10 গ্রাম। ফলে সাধারণ মানুষের পকেটে যে বাড়তি চাপ পড়বে না, তা বলার অপেক্ষা রাখে না।

আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালুরুতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,760 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,010 টাকায়। তবে দিল্লিতে আজ সোনার দর আরও চড়া। আজ দিল্লি, লখনৌ, গাজিয়াবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনার বিক্রি হচ্ছে প্রতি গ্রাম 90,910 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,160 টাকায়।

রুপোর দামের হালচাল | Silver Price Today |

শুধু সোনা নয়, বরং সাদা ধাতুর দামেও লেগেছে আগুন। আজ সকালে রুপোর দাম প্রতি কেজিতে 99,100 টাকায় পৌঁছে গিয়েছে, যা গতকালের তুলনায় অনেকটাই বেশি।

কেন বাড়ছে সোনার দাম?

সোনার দামের এই ঊর্ধ্বগতির পিছনে এখন প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের জেরে সীমান্তের উত্তেজনা যুদ্ধকে। ভারতের বাজারে সোনার চাহিদা বাড়ছে, যে কারণেই এর দর ঊর্ধ্বগতিতে ঠেকছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে শুল্ক আরোপ করেছে, তার প্রভাবও সোনার বাজারকে ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে।

কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?

ভারতের বাজারে সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারের রেট, আমদানি শুল্ক, জিএসটি এবং ভারতীয় রুপির মূল্যের উপর নির্ভর করেই পরিবর্তিত হয়। এছাড়া বিয়ে ও উৎসবের মরসুম তো রয়েছেই। তখন স্বাভাবিকভাবেই দর বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ হেরে গেলেও লাভ, সুপ্রিম কোর্টে চলা DA মামলায় সাময়িক জয় বাংলার সরকারি কর্মীদের

এখনই কি বিনিয়োগ করবেন?

বর্তমানে সোনার বাজারের যা পরিস্থিতি, তাতে কোনও কিছুর নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কারণ সোনার দাম ভবিষ্যতে হয়তো আরো বাড়তে পারে। তবে বাজার বিশ্লেষকরা করা মনে করছে, এই দাম কিছুদিন ঊর্ধ্বমুখী থাকবে। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগেই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া ভালো।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join