কাতার, দুবাইয়ের থেকেও সস্তা সোনা কলকাতায়! অনেকটাই কমল দাম, জানুন আজকের রেট

Published on:

gold price dropped amid wedding season see gold and silver rates in kolkata

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সামনেই বিয়ের সিজেন তাই অনেকেই সোনা (Gold) কেনার প্রস্তুতি নিচ্ছেন। কেউ নিজের বিয়ের জন্য তো কেউ উপহার দেওয়ার জন্য স্বর্ণকারের কাছে ভিড় করছেন। যদিও দিওয়ালির মরশুমে ৮০ হাজার ছড়িয়েছিল সোনার দাম, তবে সম্প্রতি অনেকটাই পড়েছে রেট। তাই সস্তায় সোনা নিতে চাইলে এটাই সেরা সুযোগ হতে পারে। আজ দুবাই, কাতারের থেকেও সস্তা সোনা কলকাতায়। চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় কত চলছে সোনা রেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম | Kolkata Gold Price Today |

আজকে যদি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য ৭০৯৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭০ হাজার ৯৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা খরচ পড়বে। এক্ষেত্রে গতকালের তুলনায় দামের কোনো পরিবর্তন হয়নি।

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম

তবে যদি একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ৭৪৬৫ টাকা খরচ হবে ১ গ্রামের জন্য। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭৪ হাজার ৬৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। সুখবর হল এক্ষেত্রেও দাম বদলায়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম

অনেকেই একটু কম দামের মধ্যে সোনা কিনতে চান, সেক্ষেত্রে ১৮ ক্যারেট সোনা নিতে হবে। সেক্ষেত্রে ১ গ্রামের জন্য ৫৮১৮ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৮ হাজার ১৮০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৮১ হাজার ৮০০ টাকা খরচ হবে।

আজ কলকাতায় রুপার দাম | Kolkata Silver Price Today |

সোনার বদলে রুপার গহনা কিনতে চান? সেক্ষেত্রে আজ ১০ গ্রাম রুপার জন্য ৮৯১ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০০ গ্রামের জন্য ৮৯১০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ কলকাতায় ৮৯১০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে রুপা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group