টার্গেট কি তবে ১ লাখ! চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের

Published on:

Gold Price

প্রীতি পোদ্দার, কলকাতা: মাঘ পেরিয়ে সবে পড়েছে ফাল্গুন মাস। একের পর এক বিয়ের মরশুম যেন এখন উপচে পড়েছে। কিন্তু বিয়ের মরশুমে আনন্দের বদলে এখন শুধুই মন খারাপ। ভাবছেন নিশ্চয়ই কেন? আসলে এই দুঃখের মূল কারণ হল সোনা। যে হারে সোনার দাম (Gold Price) চড়চড়িয়ে বাড়ছে তাতে রীতিমত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। গত কয়েক মাস ধরে কিছুতেই কমছে না সোনার দাম। এদিকে ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে।

তবে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও সামান্য হলেও কমেছে রুপোর দাম। অর্থাৎ একদিক থেকে খানিকটা স্বস্তি মিলেছে নিম্ন মধ্যবিত্তদের। কিন্তু যাদের সামনেই বিয়ের অনুষ্ঠান এবং যাঁদের সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের এখন বেশ চাপের মধ্যেই থাকতে হবে। কারণ গহনা কিনতে খরচ পড়বে অনেকটাই। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক সোনার কেমন দাম হয়েছে আজ।

লক্ষ্মীবারে কতটা বাড়ল সোনার দাম? | Gold Price Today |

আজ অর্থাৎ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৭০ টাকা। এবং ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম সোনার দাম পড়েছে ৮ লক্ষ ৭ হাজার টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম ৩৫০০ টাকা দাম বেড়েছে। পাশাপাশি ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৮ হাজার ৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮৮ হাজার ৪০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে ৩৯০০ টাকা দাম বেড়েছে।

আরও পড়ুনঃ টানা ষষ্ঠবারের মতো TRP টপার! ‘পরিণীতা’র সাফল্যের রহস্য ফাঁস করলেন অভিনেতা

রুপোর দামে কতটা স্বস্তি? | Silver Price Today

তবে শুধু ২২ ও ২৪ ক্যারেটের সোনার গয়না নয়, দাম বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দামও। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৬ হাজার ৬০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৬ হাজার ৩০ টাকা। এবং ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৬০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনে ২৯০০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দাম। তবে সোনার দাম বাড়লেও, রুপোর দাম কমেছে খানিক। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১০ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৪০০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম ১০০ টাকা কমেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥