উৎসবের মরসুমে ফের বাড়ল সোনার দাম, কলকাতায় ২৪ ক্যারটের রেট কত?

Published on:

gold price kolkata

শ্বেতা মিত্রঃ যত সময় এগোচ্ছে ততই যেন সোনা ও রুপোর দাম হু হু করে বেড়েই চলেছে। সামনে রয়েছে দুর্গাপুজো। শুধু তাই নয়, সামনে রয়েছে আরও বহু উৎসব। তো কিছুর মাঝেই সোনা ও রুপোর ঊর্ধ্বমুখী দাম দেখে মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের। বর্তমান সময় ২ গ্রামে সোনার গয়না বানাতে গিয়েও সাধারণ মানুষ দশবার ভাবনা চিন্তা করছেন। আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর আপনারও কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে জেনে নিন আজ শহর কলকাতায় এই দুই মহা মূল্যবান ধাতুর দাম কততে যাচ্ছে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতায় সোনার দাম

এমনিতে সোনা ও রুপোর দাম বিভিন্ন কারণে ওঠানামা করে। বিশ্বজুড়ে সোনার জন্য চাহিদা, মুদ্রার ওঠানামা, সুদের হার এবং সরকারী নীতিগুলির মতো উপাদানগুলি সবই মূল্য পরিবর্তনে অবদান রাখে। উপরন্তু, আন্তর্জাতিক কারণগুলি যেমন বিশ্ব অর্থনীতির অবস্থা এবং অন্যান্য মুদ্রার তুলনায় US ডলারের ক্ষমতাও ভারতীয় বাজারে সোনার হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানা গেছে, কলকাতা শহরসহ তথা ভারতে গত ১৯ সেপ্টেম্বর শেষবারের মতো সোনার দাম কমেছিল। তবে আজ এক লহমায় বেশ অনেকটাই সোনার দাম বেড়ে গিয়েছে। এমনকি ২২ ক্যারেটের রেট ৭০ হাজারে গণ্ডি পেরিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, এদিন কলকাতায় ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭০, ০০০ টাকায়। অন্যদিকে ১০০ গ্রামের দামে ২০০০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭, ০০, ০০০ টাকায়। এর পাশাপাশি ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২১০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৬,৩৬০ টাকায়। অন্যদিকে ১০০ গ্রামের দামে ২১০০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭,৬৩,৬০০ টাকায়। এদিকে ১৮ গ্রামে ১০ গ্রামের রেটও বৃদ্ধি পেয়েছে। ১০ গ্রামের দাম ১৬০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৫৭, ২৭০ টাকায়। ১০০ গ্রামের দাম ১৬০০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৫, ৭২,৭০০ টাকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রুপোর দাম

আজ সোনার দাম বাড়লেও রুপোর দাম অনেকটাই কমেছে। এদিন কলকাতায় ১০০ গ্রামে ১০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯২৯০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯২,৯০০ টাকায়।

মিসড কলের মাধ্যমে জানুন রেট

বর্তমান সময়ে সোনা রুপোর রেট জানার জন্য আপনাকে আর দোকানে ছুটে ছুটে যেতে হবে না। এবার বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন ঘোরালেই আপনি অনায়াসেই জেনে নিতে পারবেন দাম।

এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে জানিয়ে রাখি, এখন আপনি একটি মিসড কলের মাধ্যমে সোনা ও রূপার দামও পরীক্ষা করতে পারেন। এর জন্য আপনালে 8955664433 নম্বরে ফোন করতে হবে। এই নম্বরে মিসড কলকাতা দেওয়ার কিছুক্ষণ পর SMS -র মাধ্যমে আপনি রেট জানতে পারবেন। এছাড়াও, আপনি অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com ভিজিট করেও উক্ত দিনের সর্বশেষ রেটটি জেনে নিতে সক্ষম হবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group