দিনের পর দিন দরপতন, শীঘ্রই ৭৬ হাজার টাকায় নামতে পারে সোনা! আজকের রেট

Published on:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন যেন তলানিতে ঠেকছে সোনার দাম (Gold Price)। হ্যাঁ, মধ্যবিত্তদের মুখে এখন চওড়া হাসি! কারণ সঞ্চয়ের পথ এবার আরও সোজা হচ্ছে। এবার সোনার গয়না কেনা যাবে অনেকটাই কম দামে। আর শুধু দৈনিক পতন নয়, বরং দীর্ঘমেয়াদি ভবিষ্যৎবাণীর প্রতিফলনও দেখছে বেশ কিছু বিশেষজ্ঞ। শোনা যাচ্ছে, 76 হাজার টাকার কাছাকাছি পৌঁছতে পারে এবার সোনা! আদৌ কি সত্যি? চলুন জেনে নিই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দাম পড়তেই বিশেষজ্ঞদের সেরা প্রেডিকশন

আসলে গত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে আলোড়ন ফেলেছে অর্থনীতিবিদ ম্যাক্স লেটন। তিনি বলেছিলেন যে, 2026 সালের শেষ নাগাদ 24 ক্যারেট সোনার দাম 76 হাজার টাকার কাছাকাছি পৌঁছতে পারে। তার যুক্ত ছিল যে, বিশ্বে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি দিনের পর দিন সোনা কেনা কমিয়ে দিচ্ছে, আর মধ্যপ্রাচ্যের উত্তেজনাও ধীরে ধীরে কমছে। ফলে সোনার দাম চাপের মুখে পড়বে। আর ঠিক সেই সম্ভাবনারই ইঙ্গিত মিলেছে গত সপ্তাহে। 

আজকের সোনার দাম

বেশ কয়েকটি রিপোর্ট মারফত জানা যাচ্ছে, আজ 24 ক্যারেট শুদ্ধ সোনা পাওয়া যাচ্ছে প্রতি 10 গ্রাম 96,800 টাকায় এবং 1 গ্রাম 9680 টাকায়। 22 ক্যারেট সোনা পাওয়া যাচ্ছে প্রতি 10 গ্রাম 92,000 টাকা এবং 1 গ্রাম পাওয়া যাচ্ছে 9200 টাকায়। একইভাবে 18 ক্যারেট সোনা পাওয়া যাচ্ছে প্রতি 10 গ্রাম 73,000 টাকায় এবং প্রতি 1 গ্রাম 7300 টাকায়। আর এই দাম দেখে চক্ষু চড়ক গাছে উঠলেও বিশেষজ্ঞরা মনে করছে, দর এবার তলানিতে ঠেকতে পারে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ খরচ সামান্য, বাড়ি বসেই করুন PAN কার্ডে নাম পরিবর্তন, জানুন সহজ প্রক্রিয়া

আন্তর্জাতিক বাজারের হাওয়া বদলেই সোনার দরে ভাটা

আসলে গত কয়েক মাস ধরে আমেরিকায় সুদের হার কমা, ডলারের দামের স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া, সব কিছুই আন্তর্জাতিক সোনার বাজারে চাপ ফেলছে। এর সঙ্গে ভারতের মতো দেশে বিয়ের মরসুমের শেষে সোনার চাহিদা কিছুটা কমে এসেছে। এর জেরেই দিনের পর দিন তলানিতে ঠেকছে সোনার দাম।

তবে হ্যাঁ, বিনিয়োগের ক্ষেত্রে সবসময় ঝুঁকি থাকে। তাই যদি কেউ বর্তমানে বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই সঠিক গবেষণা এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটবেন। আমরা কোনোরকম বিনিয়োগের পরামর্শ দিই না। আমরা শুধুমাত্র বাজার পরিস্থিতি সম্বন্ধে কিছু টিপস দিয়ে থাকি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group