সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন রেকর্ড ছুঁচ্ছে সোনার দাম (Gold Price)। একসময় 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 30,000 টাকা। আর 2025 সালের জুলাই মাসে এসে তা পৌঁছেছে 1 লক্ষ টাকার উপরে। অর্থাৎ, গত 6 বছরের সোনার দাম 200 শতাংশ বেড়েছে। মানে ভাবতে পারছেন? এখন প্রশ্ন উঠছে, আগামী পাঁচ বছরে সোনার দাম ঠিক কতদূর গড়াতে পারে?
সোনার দামের এই ঊর্ধ্বগতির পিছনে রহস্য কী?
বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, একাধিক বৈশ্বিক টানাপোড়েনের জেরেই সোনার দরের উর্ধ্বগতি। প্রথমত কোভিড 19 মহামারী, দ্বিতীয়ত আন্তর্জাতিক ও রাজনৈতিক টানাপোড়েন যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইজরায়েল যুদ্ধ। এর পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা সোনার দামের উপর বিরাট প্রভাব ফেলছে।
এর ফলে বিনিয়োগকারীদের কাছে সোনা এখন নিরাপদ বিনিয়োগের বিকল্প হয়ে উঠছে। আর 2025 সালের এপ্রিল মাসে দাঁড়িয়ে MCX-এ 10 গ্রাম সোনার সর্বোচ্চ মূল্য পৌঁছেছিল 1,01,078 টাকা, যা সত্যি ঐতিহাসিক রেকর্ড বলা চলে।
পাঁচ বছরে সোনার দাম কতদূর গড়াতে পারে?
Live Mint-এর সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞরা পূর্বভাস দিচ্ছে, আগামী পাঁচ বছরে সোনার দাম নাকি প্রতি 10 গ্রাম 2,25,000 টাকা ছুঁতে পারে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। হিসাব বলছে, 2019 থেকে 2025 সালের মধ্যে সোনার দাম প্রতিবছরে 18% হারে বেড়েছে। আর যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে 2.5 লক্ষ টাকায় ঠেকতে পারে হলুদ ধাতুর বাজার দর।
আরও পড়ুনঃ ১৫ লক্ষ টাকার ভায়াগ্রা ট্যাবলেট পাচার! BSF-র গুলিতে প্রাণ গেল ২ বাংলাদেশীর
তবে আরেক ফাইন্যান্স সংস্থার রিপোর্ট বলছে, এখন সোনার বাজার কনসলিডেশন ফেজে প্রবেশ করেছে। অর্থাৎ, নতুন কোনো বড় ঘটনা বা আন্তর্জাতিক টানাপোড়েন না ঘটলে কিছুদিন স্থিতিশীল থাকতে পারে হলুদ ধাতুর বাজার দর। উল্লেখ্য, চিনের মতো দেশ ইতিমধ্যেই তাদের ইন্সুরেন্স সেক্টরে AUM-র 1% সোনায় বিনিয়োগ করে ফেলেছে। আর কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো ধীরে ধীরে সোনা কেনার গতি কিছুটা থামাচ্ছে। এখন দেখার, ভবিষ্যতে সোনার দর কোথায় গিয়ে দাঁড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |