পুজোর মুখে দারুণ সুখবর, অবশেষে দাম কমল সোনা-রুপোর! রইল আজকের রেট

Updated on:

gold rate

শ্বেতা মিত্রঃ দুর্গাপুজোর আবহে অবশেষে সোনা (Gold) ও রুপোর (Silver) দাম নিয়ে মিলল সুখবর। আজ শনিবার অর্থাৎ সপ্তাহের শেষে সোনার ও রুপোর দামে ব্যাপক পতন লক্ষ্য করা গেল। সোনার দাম ৫০০ টাকা এবং রুপোর দাম ১০০০ টাকা অবধি কমেছে। এমনিতে বিগত লাগাতার কিছু সময় ধরে সোনা-রুপোর দামে ওঠানামা অব্যাহত রয়েছে। আজও কিন্তু তার কোনওরকম ব্যতিক্রম ঘটল না। আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে দোকানে যাওয়ার আগে থেকে জেনে নিন রেট।

কলকাতায় আজকের সোনার দাম (Gold Rate in Kolkata)

WhatsApp Community Join Now

আপনি জানলে খুশি হবেন, আজ শনিবার ২৮ সেপ্টেম্বর দাম অনেকটাই কমেছে সোনার। ২২, ২৪ এবং ১৮ ক্যারটে বেশ অনেকটাই দাম কমেছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ঠিক কতটা পরিমানে এই দাম কমেছে? তাহলে বিশদে জানতে নজর রাখুন লেখাটির ওপর।

২২ ক্যারট সোনার দাম

গতকাল যেখানে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১, ০০০ টাকা, আজ সেই দাম ৫০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭০, ৯৫০ টাকায়।

২৪ ক্যারট সোনার দাম

অন্যদিকে গতকাল শুক্রবার ২৪ ক্যারটে যেখানে গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৭, ৪৫০ টাকা। সেখানে আজ ৫০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭৭, ৪৫০ টাকায়।

রুপোর দাম (Silver Rate in Kolkata)

এবার আসা যাক রুপোর দাম প্রসঙ্গে। শনিবার সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা কমে গিয়েছে। প্রায় হাজার টাকার উপর কমেছে রুপোর উপর দাম। আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ১০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯৫, ০০০ টাকায়।

এভাবে জানুন Gold Rate

আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X