শ্বেতা মিত্র, কলকাতা: বিয়ের মরসুম চলছে। আবার সামনেই রয়েছে ভ্যালেনটাইন্স ডে। নিজের মনের মানুষকে সোনার অলংকার দিতে চান কিংবা বিয়ের জন্য কিনতে ইচ্ছুক? তাহলে জেনে নিন কত রেট এখন সোনার (Gold Rate)। বিয়ের মরসুমে বেড়েই চলেছে সোনার দাম। হলুদ ধাতুর দর ইতিমধ্যেই ৮০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে সোনার দাম দু’লক্ষ টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। তবে সামনেই গিয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। এহেন পরিস্থিতিতে আজ মঙ্গলবার সোনা ও রুপোর দাম কমল না বাড়ল? জেনে নিন ঝটপট।
কলকাতায় সোনার রেট | Kolkata Gold Rate
বাঙালিদের মধ্যে সোনা নিয়ে এক আলাদাই উত্তেজনা কাজ করে। এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল যে কিনা সোনা পছন্দ করেন না। কিন্তু বিগত কিছু সময়ে সোনার দাম হু হু করে বেড়েই চলেছে যা কিনতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার নেপথ্যে একাধিক কারণের উল্লেখ করা হয়েছে। সমীক্ষক সংস্থা ‘এলকেপি রিসার্চ’-এর ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদীর কথায়, ‘‘বিশ্বের যে কোনও প্রান্তে সংঘর্ষ বা ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিলে হলুদ ধাতুর দর বাড়তে থাকে। এখন তারই প্রতিফলন দেখা যাচ্ছে।” যাইহোক, আজ মঙ্গলবার সোনার দাম কলকাতা শহরে বাড়ল না কমল জেনে নিন।
২২ ক্যারেট সোনার দাম
সোমবার ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৭, ০৫০ টাকায়। যদিও আজ সেই দাম ১০৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৮, ১০০ টাকায়।
২৪ ক্যারেট সোনার দাম
এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। গতকাল সোমবার ২৪ ক্যারটে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৪,০৫০ টাকা। সেখানে আজ সেই দাম ১১৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৫,২০০ টাকায়।
রুপোর দাম | Silver Price
এবার আসা যাক রুপোর দাম প্রসঙ্গে। সোনার দাম বাড়লেও আজ রুপোর দাম বেশ খানিকটা কমেছে। এদিন কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯৮৫০ টাকায়। এছাড়াও এক কেজি রুপোর দাম ১০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯৮, ৫০০ টাকায়।
এভাবে জানুন Gold Rate
আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।