নতুন পে কমিশন না হলেও নয়া পদ্ধতিতে বাড়তে পারে বেতন ও DA, কর্মীদের জন্য দারুণ খবর

Published on:

central government employees salry and da will increase in new process

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) না বাড়লেও কেন্দ্রের তরফ থেকে একটু দেরিতে হলেও DA ঠিকই বেড়েছে। তবে এবার কানাঘুষো চলছে নতুন বেতন কমিশন তৈরী হওয়া নিয়ে। এদিকে অনেকের মতে বেসিক মাইনে বাড়ানোর জন্য নতুন পদ্ধতি আনা হবে বলে মনে করা হচ্ছে। সত্যিই কি তাই হবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নয়া পদ্ধতিতে বেতন বাড়বে সরকারি কর্মীদের

২০১৬ সালে শেষবার সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার সময় বেড়েছিল বেসিক স্যালারি। এরপর থেকে মূল্যবৃদ্ধির দর অনুযায়ী DA বাড়লেও বেসিক একই রয়ে গিয়েছে। এই প্রসঙ্গে এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে জানানো হয়, ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি’র সচিব শিবগোপাল মিশ্রর মতে, কর্মীদের বেতন বৃদ্ধির সর্বোত্তম উপায় হল নয়া বেতন কমিশন। তবে কেন্দ্র সরকার নয়া বেতন কমিশন না আনলেও অন্য পন্থায় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করতে পারে। তবে এই নিয়ে কেন্দ্র অফিসিয়ালি কিছু জানায় নি।

নয়া বেতন কমিশন গঠন হলে বেসিক স্যালারি পরবর্তন হবে না। তবে নতুন বেতন কমিশন কবে গঠন হবে বা তাতে কি হিসাবে বেতন বৃদ্ধি হবে তার কোনোটাই এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সরকারের তরফ থেকেও এই প্রসঙ্গে কোনো ঘোষণা হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বদলাবে বেসিক স্যালারি?

বেসিক স্যালারি বদল হবে কি না সেই নিয়ে কোনো পরিকল্পনা থাকলে সেটা আগেভাগে কর্মচারীদের সংগঠনের সাথে আলোচনায় বসতে হবে সরকারকে। কিভাবে কি হবে সেটা স্পষ্ট করতে হবে। যদিও এই নিয়ে কোনো আপডেট মেলেনি। তবে অনেকের মতেই, হয়তো ১লা জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে।

government employee dearness allowance

প্রসঙ্গত, নভেম্বর মাসেই ৩% DA বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে এখন থেকে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এখন অপেক্ষা নতুন বেতন কমিশন কার্যকর হয়ে বেতন বৃদ্ধির।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group