মূল্যবৃদ্ধি চরমে পৌঁছলেও কমবে DA বৃদ্ধির পরিমাণ! সরকারি কর্মীদের জন্য খারাপ খবর

Published on:

central government might increase dearness allowance but not much

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) না বাড়লেও কেন্দ্র সরকারের কর্মীদের সময়ে সময় ভাতা ঠিকই বেড়ে চলেছে। নভেম্বর মাসের শুরুতেই সপ্তম বেতন কমিশনের আওতায় ৩% DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। তবে এবার আরও একটি খবর মিলেছে। যেটা শুনলে একদিকে যেমন খুশি হবেন তেমনি কিছুটা আফসোসও থেকে যেতে পারে কেন্দ্রীয় সরকারে কর্মীদের।

জানুয়ারিতেই ফের DA বৃদ্ধির সম্ভাবনা!

WhatsApp Community Join Now

নতুন বছর আসতে ৩০ দিনও বাকি নেই। এমতাবস্তায় নতুন বেতন কমিশন তৈরী ও ফের একবার মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল হচ্ছে। তবে জানুয়ারিতে যদি DA বৃদ্ধির ঘোষণা করাও হয় তাহলে সেটা খুবই কম পরিমাণে হবে বলেই মনে করা হচ্ছে। সম্ভবত ২-৩% বাড়তে পারে DA।

AICPI এর পরিসংখ্যান

শ্রম দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর সূচক ছিল ১৪৩.৩ পয়েন্ট। সূচকের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত মহার্ঘ্য ভাতা ৫৪.৪৯% হয়েছে। তবে অক্টোবর, নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের তথ্য এখনও আসেনি। তবে পরিস্থিতি অনুযায়ী জানুয়ারি মাসে খুব জোর ৩% DA বাড়বে বলেই মনে করা হচ্ছে।

কতটা বাড়তে পারে DA?

বর্তমানে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে অক্টোবর মাসের ইনডেক্স ১৪৩.৬ পয়েন্টে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। সেই হিসাবে ডিসেম্বর পর্যন্ত ১৪৪.৬ হয়ে যাবে। সেই হিসাবে মহার্ঘ ভাতা ৫৫.৪১% হবে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ৩% DA বৃদ্ধির সম্ভাবনা থাকছে বলেই মনে করা হচ্ছে।

কত টাকা বাড়বে বেতন?

এখন অনেকেই ভাবছেন DA যদি ৩% বাড়ে তাহলে হাতে কত টাকা বেশি আসবে? সপ্তম বেতন কমিশন অনুযায়ী নূন্যতম বেতন ১৮,০০০ টাকা। অর্থাৎ বর্তমানে বেতনের উপর ৫৩% হারে ১৮,০০০ টাকা মাইনে হলে ৯,৫৪০ টাকা মহার্ঘভাতা পাওয়া যাবে। সেই হিসাবেই যদি DA ৩% বেড়ে ৫৬% হয় তাহলে ১০,০৮০ টাকা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিমাসে ৫৪০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে প্রতিমাসে।

সঙ্গে থাকুন ➥
X