পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিবছর বাজেটের ঘোষণা করেন দেশের অর্থমন্ত্রী। বিগ কয়েক বছর ধরে এই কাজটি করে আসছেন নির্মলা সীতারামন। কিন্তু প্রতিবারই অভিযোগ থাকে যে দরিদ্রদের জন্য বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ধনীদের জন্য ট্যাক্সের ছাড়ের ঘোষণা হলেও মধ্যবিত্তের ঝুলিতে কিছুই জোটে না। তবে এবার সেই নিয়মে বদল হতে চলেছে। ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করতে বড়সড় ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে।
মধ্যবিত্তের জন্য হতে চলেছে বড় ঘোষণা!
সংবাদ সংস্থা রয়টার্স মারফত জানা যাচ্ছে, শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই নাকি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। যার মধ্যে মধ্যবিত্তের উপরে থাকা আয়করের বোঝা কমানো হতে পারে। এর ফলে হাতে কিছু অতিরিক্ত টাকা থাকলে একদিকে যেমন আয় বাড়বে তেমনি খরচের ক্ষমতাও বাড়বে ফলে অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। যদি এমনটা হয় তাহলে বলার অপেক্ষা রাখে না লক্ষ লক্ষ মধ্যবিত্ত নাগরিক উপকৃত হবেন।
মূল্যবৃদ্ধির জেরে বাড়ছে জীবনধারণের খরচ
যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে মূল্যবৃদ্ধি। যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন শ্যাম্পু, সাবান থেকে শুরু করে বিস্কুট এমনকি মোটরবাইক থেকে শুরু করে ফ্ল্যাট বিক্রির পরিমাণও কমেছে। গ্রামের জীবনযাপনের খরচ সাধ্যের মধ্যে থাকলেও সেটা শহরাঞ্চলে অনেকটাই বেশি। এদিকে ৩ লক্ষ থেকে ১০.৫ লক্ষ পর্যন্ত যায় করলে ৫% – ২০% পর্যন্ত ট্যাক্স দিতে হচ্ছে। আর যদি আয় ১০.৫ লক্ষের বেশি হয় তাহলে ৩০% আয়কর দিতেই চলে যায়।
ফেব্রুয়ারিতেই আয়কর নিয়ে নতুন ঘোষণা
বর্তমানে আয়কর দেওয়ার জন্য দুটি পদ্ধতি চালু রয়েছে। যদি কেউ ওল্ড রিজিমে ট্যাক্স ফাইল করেন আহলে বাড়ি ভাড়া থেকে শুরু করে বীমা প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়। কিন্তু নতুন ট্যাক্স রিজিমে সেসব নেই। তাই আগামীতে নতুন করে কোনো ছাড় যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও এখুনি এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ১ লা ফ্রেব্রুয়ারি বাজেটের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।