শ্বেতা মিত্র, কলকাতাঃ গিগ ওয়ার্কারদের (Gig Worker) জন্য বিশেষ ভাবনা কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি এই গিগ ওয়ার্কার শব্দটি বেশ শোনা যাচ্ছে। কিন্তু এর মানে কোন কর্মীদের বোঝানো হচ্ছে? গিগ ওয়ার্কার মানে হল যারা মাস গেলে নির্দিষ্ট বেতন পান না, বরং কাজের বিনিময়ে পেমেন্ট রিসিভ করেন। যেমন ফুড ডেলিভারি পার্টনারের কাজ।
গিগ কর্মীদের জন্য সুখবর
যারা মাসিক বেতন পান না, তাঁদের সামাজিক সুরক্ষা নিয়মিত কর্মীদের তুলনায় কম। এই গিগ ওয়ার্কারদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন কেন্দ্রীয় সরকার। এই জন্য প্রাথমিক কিছু ভাবনা চিন্তাও করা হয়েছে। কাজের বিনিময়ে উপার্জন করা কর্মীদের জন্য সরকার কী ভেবেছে?
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই সকল কর্মীদের জন্যও পেনশন নিশ্চিত করতে চাইছে সরকার। নিয়মিত কর্মীদের মাস মাইনে থেকে যেমন কিছু অংশ কেটে প্রভিডিয়েন্ট ফান্ডে রাখা হয়, তেমনই একটা ব্যবস্থা গিগ ওয়ার্কারদের জন্য করতে চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কী করে? বেশি উপার্জনের জন্য অনেকে গিগ ওয়ার্কার একাধিক জায়গায় কাজ করেন। এ ব্যাপারটা নিয়মিত কর্মীদের সঙ্গে আলাদা। এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তাঁদের (গিগ কর্মীদের) জন্য একটি নির্দিষ্ট প্রভিডেন্ট ফান্ড সংস্থার ব্যবস্থা করা যেতে পারে। তাহলে সংশ্লিষ্ট সব সংস্থার পক্ষেই সেখানে সামাজিক সুরক্ষা খাতের জন্য বরাদ্দ অর্থ সহজে জমা করা সম্ভব হবে। যদিও এই ব্যাপারটা এখনও চূড়ান্ত করা হয়নি। নয়া ব্যবস্থাপনা কার্যকর করার জন্য চেষ্টা চালাচ্ছে শ্রম মন্ত্রক।
আরও পড়ুনঃ সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! নয়া শ্রম আইন আসতে পারে বাজেট ২০২৫-এ
বাড়বে টাকা?
তবে এই কাজ শুধু একা কেন্দ্রীয় সরকারের নয়, রাজ্য সরকারেরও। কর্মীদের নিরাপত্তা প্রদান করার ব্যাপারে রাজ্য সরকারেরও সমান সহযোগিতা প্রয়োজন। ইতিপূর্বে কিছু রাজ্য সরকার এ ব্যাপারে খুব একটা এগোয়নি। আগামী দিনে গিগ কর্মীরা কি সরকারি সহায়তা পাবেন? উত্তরের অনেকটা নির্ভর করছে মন্ত্রকের সমাধান সূত্রের ওপর।