Indiahood-nabobarsho

অষ্টম বেতন কমিশনের আগেই বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

Published on:

8th pay commission

সহেলি মিত্র, কলকাতাঃ কোটি কোটি সরকারি কর্মী এখন একটা জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। আর সেটা হল অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)। এই নতুন পে কমিশন একবার লাগু হয়ে গেলে সকলের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সেইসঙ্গে আরও অন্যান্য সুবিধা তো থাকবেই। কিন্তু কবে এই কমিশন লাগু হবে, তা নিয়ে এখনও অবধি সরকার নিজেদের অবস্থান ঠিক করে উঠতে পারেনি। তবে এসবের মাঝেই অষ্টম বেতন পে কমিশন নিয়ে সামনে এল বড় আপডেট, যেটি সম্পর্কে শুনলে আপনিও খুশি হয়ে যাবেন। এবার ৩৫ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিল সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন পে কমিশন গঠন হল বলে? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় আপডেট

নতুন বেতন কমিশনের ফলে ৪৭.৮৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগীর আয় এবং পেনশন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, কেন্দ্র কর্তৃক অষ্টম বেতন কমিশন অনুমোদনের পর, রাজ্য সরকারি কর্মচারীরাও এই সুবিধা পেতে পারেন। এসবের মাঝেই এখন জানা যাচ্ছে, অর্থ মন্ত্রক নাকি অষ্টম বেতন কমিশনের জন্য ৩৫টি পদ পূরণের ঘোষণা করেছে।

গত ১৭ এপ্রিল, ২০২৫ তারিখে জারি করা একটি সার্কুলার অনুসারে, অর্থ মন্ত্রক ৮ম কেন্দ্রীয় বেতন কমিশনে ডেপুটেশনের ভিত্তিতে ৩৫টি পদ পূরণের প্রস্তাব করেছে। বলা হয়েছে যে অষ্টম বেতন কমিশন গঠনের তারিখ থেকে কমিশন বন্ধ না হওয়া পর্যন্ত এই পদগুলিতে কর্মচারীদের নিয়োগ করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ১ মে থেকে বন্ধ ডিম, মাংস উৎপাদন! দেশজুড়ে পোল্ট্রি শিল্পে ভয়াবহ সংকট

সার্কুলার জারি কেন্দ্রের

অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অষ্টম বেতন কমিশনে নিয়োগগুলি কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT) দ্বারা সময়ে সময়ে নির্ধারিত নিয়মিত নিয়ম অনুসারে করা হবে। সকলকে নিজেদের বিভাগ অনুযায়ী নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আবেদনকারী কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ নথিপত্র পাঠাতে হবে। অর্থ মন্ত্রক ঠিকানায় যথাযথ মাধ্যমে আবেদনপত্র পাঠানো প্রয়োজন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group