শুধু DA নয়, মিলবে দুই মাসের এরিয়ারও? সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য দারুণ খবর

Published on:

DA Hike 2025

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: নানা আলোচনা এবং সভার পর অবশেষে অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের। চলতি বছর ৩১ ডিসেম্বরই শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। ফলে ১ জানুয়ারি ২০২৬ সাল থেকেই অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা। তবে, এর গঠনের সঠিক সময়সীমা সম্পর্কে কেন্দ্রীয় সরকার এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। আর এই আবহেই ডিএ বৃদ্ধির (DA Hike 2025) প্রসঙ্গ উঠে এল খবরের শিরোনামে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু অনেকের মুখে আবার শোনা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন লাগু হতে এখনও অনেকটাই সময় লাগবে। কোনও কোনও মহল থেকে আবার এমনও বলা হচ্ছে যে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন। তবে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে একধাক্কায় অনেকটাই বাড়বে বেতনের পরিমাণ। ভারতে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের ইতিহাস ঘাটলে দেখা যাবে ১৯৯৪ সালে এপ্রিল মাসে পঞ্চম বেতন কমিশন অনুমোদিত হলেও সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল ওই বছরের জুন মাসে।

কবে থেকে চালু হবে অষ্টম বেতন কমিশন?

ঠিক তেমনি ২০০৬ সালে জুন মাসে ষষ্ঠ বেতন কমিশন ঘোষিত হলেও সেটি কার্যকর হয় ওই বছরের অক্টোবরে। অর্থাৎ মাত্র ২ মাসের ব্যবধানে। এদিকে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর সপ্তম বেতন কমিশন ঘোষিত হলেও পাঁচ মাস পরে অর্থাৎ ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এই কমিশন। আর এই হিসাবের নিরিখে আন্দাজ করা যাচ্ছে পরের বছরের শুরুতেই ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আর নয়া কমিশন চালু হলে বেতন বৃদ্ধি পাবে হুরমুরিয়ে। যদিও অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য আর্থিক দিক বিবেচনা করে কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাড়বে DA এর পরিমাণ

শুধু বেতন বৃদ্ধি নয় তার সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ও বেশ বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেহেতু সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মীদের DA ৫৩ শতাংশ হয়েছে সেক্ষেত্রে হয়ত অষ্টম বেতন কমিশনের আওতায় সেই বেতনের পরিমাণ আরও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৬ শতাংশ হবে। উদাহরণস্বরূপ, যদি কোনও কর্মচারী বর্তমানে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে যদি ডিএ ভাতা পান, তাহলে তা বেড়ে দাঁড়াবে ১৫,৪৫০ টাকা। অর্থাৎ, তারা প্রতি মাসে ৪৫০ টাকা আরও বেশি পাবেন। যদি চলতি মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, তাহলে মার্চ বা এপ্রিল মাসের বেতনের সাথে টাকা আসতে পারে। অর্থাৎ দোলের আগে হয়ত বড় উপহার আসতে পারে। অন্যদিকে ফিটমেন্ট ফ্যাক্টরও বেতন বৃদ্ধি নির্ধারণ করে। শুধু DA-ই নয়, দুই মাসের এরিয়ারও পেতে পারেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

আরও পড়ুনঃ মার্চের প্রথম সপ্তাহেই বিরাট যোগ! লটারি কেটে মালামাল হবেন এই রাশির ব্যক্তিরা

সপ্তম বেতন কমিশনে বর্তমানে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টরট ২.৫৭ থাকায় প্রাথমিক শ্রেণীর কর্মচারীদের মূল বেতন ৭০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা বেড়েছে। এবং একই সময়ে, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং পরিবহণ ভাতা যোগ করার পরে, মোট বেতন হচ্ছে ৩৬০২০ টাকা। কিন্তু, যদি অষ্টম বেতন কমিশন চালু হয় সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর হয়তো বেড়ে হবে ২.৮৬, যাঅর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে মূল বেতন ১৮০০০ টাকা থেকে ৫১৪৮০ টাকা হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group