শ্বেতা মিত্রঃ উৎসবের রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আর এবার সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরে কপাল খুলে যেতে চলেছে রাজ্যে কর্মরত শ্রমিকদের। না তবে বাংলার না। আজ কথা হচ্ছে ছত্তিশগড় রাজ্য নিয়ে। আসলে বিষ্ণু দেও সাই সরকারের শ্রম বিভাগ জেলার শ্রমিকদের মহার্ঘ ভাতা বড় আকারে বাড়ানোর আদেশ জারি করেছে।
এই আদেশ ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। বিশেষ করে যেসব শ্রমিক বিভিন্ন সরকারি দপ্তর ও অন্যান্য চুক্তিভিত্তিক চাকরিতে কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে এই আদেশের প্রভাব প্রযোজ্য হবে। জানলে আকাশ থেকে পড়বেন, বহু শ্রমিকের ভাতা এক ধাক্কায় অনেকটা পরিমাণে বেড়েছে। অদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১০,৯৪৮ টাকা, আধা-দক্ষ শ্রমিকদের জন্য ১১,৫৯৮ টাকা, দক্ষ শ্রমিকদের জন্য ১২,৩৭৮ টাকা এবং উচ্চ দক্ষতাসম্পন্ন শ্রমিকদের জন্য ১৩,১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক ধাক্কায় অনেকটা বাড়ল মহার্ঘ ভাতা
অদক্ষ শ্রমিক
‘এ’ ক্যাটাগরি: ১০,৯৪৮ টাকা।
‘বি’ ক্যাটাগরি: ১০,৬৮৮ টাকা।
ক্যাটাগরি ‘এস’: ১০,৪২০।
আধা-দক্ষ শ্রমিক
‘এ’ ক্যাটাগরি: ১১,৫৯৮ টাকা।
‘বি’ ক্যাটাগরি: ১১,৩৩৮ টাকা।
ক্যাটাগরি ‘সি’: ১১,০৭৮ টাকা।
দক্ষ শ্রমিক
‘এ’ ক্যাটাগরি: ১২,৩৭৮ টাকা।
‘বি’ ক্যাটাগরি: ১২,১১৮ টাকা।
‘এস’ বিভাগ: ১১, ৮৫৮ টাকা।
অত্যন্ত দক্ষ কর্মী
‘এ’ ক্যাটাগরি: ১৩,১৫৮ টাকা
‘বি’ ক্যাটাগরি: ১২,৮৯৮ টাকা
ক্যাটাগরি ‘সি’: ১২,৬৩৮
বড় সিদ্ধান্ত শ্রম বিভাগের
এই সংশোধিত মজুরি হার বাস্তবায়ন শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে। যেসব শ্রমিকের মাসিক মজুরির হার এমনিতেই কম, তাদের মজুরি বাড়বে। অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো শ্রমিকের বর্তমান বেতন এই হারের চেয়ে বেশি হলে তাদের বেতন কমানো হবে না। তাদের বর্তমান হার অক্ষত থাকবে, এবং ভবিষ্যতে বৃদ্ধির জন্য সমন্বয় করা হবে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে উপকৃত হবেন শ্রমিকরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |