বিরাট ক্ষমতা পাচ্ছে LIC, নিয়মে বড়সড় বদল আনছে কেন্দ্র সরকার

Published on:

lic

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের সবচেয়ে বড় ও রাষ্ট্রায়াত্ত বীমা সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation)। আজও বীমার কথা মাথায় এলেই সবার প্রথমে আসে এলআইসির নাম। তবে এবার LIC নিয়ে বড় খবর শোনা যাচ্ছে, আরও বেশি ক্ষমতা প্রদান করা হবে সংস্থাটিকে যাতে সরকারের হস্তক্ষেপ বা অনুমতি ছাড়াই কাজ করতে পারে এলআইসি।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

LIC আইনে বড় বদল, বিল পেশ হবে পার্লামেন্টে

ভারত সরকার একটি নতুন বিল আনতে চলেছে পার্লামেন্টের বাজেট সেশন। যেটা এলআইসি আইন, ইন্সুরেন্স আইন ও  ইন্সুরেন্স রেগুলেটরি ও ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI এর আইন অনুযায়ী আরও বেশি ক্ষমতা প্রদান করবে এইআইসি এর হাতে।

আরও ক্ষমতা পাবে LIC

নতুন যে আইনের প্রস্তাব রাখা হয়েছে তা কোম্পানির কাজের ক্ষেত্রে আরও স্বাধীনতা আনবে বলেই মনে করা হচ্ছে। কারণ বর্তমানে যে সিস্টেম রয়েছে তাতে কোনো পরিবর্তন চাইলে LIC কে সরকরের তরফ থেকে অনুমতির জন্য অপেক্ষা করতে হয়। নতুন নিয়ম থেকেই শুরু করে স্পেশাল অফার সমস্ত ক্ষেত্রেই নিয়ম মেনে সরকারের কাছে প্রস্তাব যায়, সেখানে অনুমতি পেলে তবেই কাজ সম্পন্ন হয়। তবে এবার নয়া আইনের মাধ্যমে LIC কে আরও বেশি নিজস্ব পদ্ধতিতে অপারেট করার ক্ষমতা দেওয়া হবে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

ফাইন্যান্স সার্ভিসের সেক্রেটারি নাগারাজু জানান, ‘LIC, যদি একটা অফিস খুলতে চায় তাহলেও সরকারের থেকে অনুমতি নিতে হয়। নতুন নিয়োগ থেকে শুরু করে বিজ্ঞাপন, নতুন প্রমোশনাল পলিসি যা কিছুই হোক না কেন তার জন্য নিয়ম মেনে অনুমতি নিতে হয়। তবে যদি এবার অটোনোমি পাওয়া যায় তাহলে এই ধরণের সিদ্ধান্ত নিজে থেকেই নিতে পারবে LIC।’

মিলবে একাধিক ইন্সুরেন্সের সুবিধা

নতুন নিয়মে শুধুমাত্র জীবনবীমাই নয়, এর পাশাপাশি স্বাস্থ্যবীমা ও সাদাহরণ বীমাও লঞ্চ করতে পারবে কোম্পানি। এর জন্য আলাদা করে কোনো লাইসেন্সেরও প্রয়োজন হবে না। এর ফলে ব্যবসা আরও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এক বিলেই হবে তিন সমস্যার সমাধান

সরকারের তরফ থেকে একটি বিলের মাধ্যমেই তিনটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনটাই জানাচ্ছেন আর্থিক সেবা সচিব নাগারাজু। এই পদক্ষেপের ফলে মানুষের মধ্যে ইন্সুরেন্সের চাহিদা যেমন বাড়ানো যাবে তেমনি কম্পিটিশনও বাড়বে, যার ফলে আরও আকর্ষণীয় দামে বীমা পেতে পারেন আম জনতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group