জিপিএফ না পিএফ, কোথায় জমা পড়বে কর্মীদের বকেয়া DA-র টাকা? মিলল বড় আপডেট

Published on:

bengal da

সহেলি মিত্র, কলকাতা : সুপ্রিম কোর্টে সম্প্রতি উঠেছিল বাংলার ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। সেই মামলায় কিছুটা হলেও স্বস্তি মুখ দেখেছেন বাংলার বহু সরকারি কর্মী। চারদিনের মধ্যে বাংলা সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে সুপ্রিম কোর্টের এহেন রায়কে অভাবনীয় বলে আখ্যা দিয়েছেন রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে নেতারা। তবে এসবের মাঝেই আরো একটি বিষয় প্রকাশ্যে উঠে এলো আর যা হলো জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড। বকেয়া ডিএ-র টাকা কোথায় জমা করবে সেই নিয়ে এখন বিভিন্ন মহল থেকে নানারকম প্রশ্ন উঠছে। বকেয়া ২৫ শতাংশ দিয়ে টাকা পিএফ নাকি জিপিএফ-এ জমবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

 বকেয়া DA-র টাকা জমা পড়বে জিপিএফ-এ?

বিভিন্ন প্রশাসনিক মহল থেকে মনে করা হচ্ছে যে বকেয়া দিয়ে টাকা জিপিএফ-এ জমা করতে পারে রাজ্য সরকার। গোটা বিষয়টি বুঝতে ফিরে যেতে হবে ২০১৯ সালে। ২০১৯ সালের ২৬ জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট) পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। সেসময় স্যাটের নির্দেশে বলা হয়েছিল, সরকার চাইলে ছ’মাসের মধ্যে বকেয়া টাকা কর্মীদের জিপিএফ তহবিলে জমাও দিতে পারে। তবে অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশন প্রাপকদের বকেয়া টাকা সরাসরি দিতে হবে। ডিএ মামলাটিতে প্রথম থেকে যুক্ত ছিল রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।

আরও পড়ুনঃ ফের চমক! আকাশছোঁয়া সোনার দাম, সঙ্গে রুপোও হাঁকাচ্ছে ছক্কা! আজকের রেট

এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, স্যাটের রায়ের পর রাজ্য সরকার হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ করে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর, ২০২২ সালের ২০ মে রায়দানের সময়ে তিনমাসের মধ্যে বকেয়া মেটাতে বলা হয়েছিল। তবে তা কীভাবে টাকা মেটানো হবে রায়ে তা নির্দিষ্ট করেনি। সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে ছ’সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়ার ২৫ শতাংশ মেটাতে বলা হয়েছে। কী পদ্ধতিতে টাকা দেওয়া হবে সেই ব্যাপারে সুপ্রিম কোর্টও কিছু বলেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

 কতটা লাভবান হবেন সরকারি কর্মীরা?

বকেয়া ডিয়ার টাকা যদি পিএফ-এ দেওয়া হয় কিংবা জিপিএফে দেওয়া হয় সে ক্ষেত্রে সরকারি কর্মীরা কত টাকা মুখ দেখতে পারবেন সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে। এর কারণ কর্মীদের পিএফে বকেয়া ডিএ’র টাকা জমা দিলে তা রাজ্য সরকারের তহবিলে থাকবে। পিএফে জমা টাকা রাজ্য সরকার নিজের কাজে ব্যবহার করতে পারবে। জিপিএফে টাকা জমা রাখলে সরকারের বিপুল পরিমাণ টাকা একসঙ্গে সরাসরি খরচ হবে না। এখানে পরিস্থিতিতে এখন দেখার আগামী দিনে রাজ্য সরকার কোন তহবিলে টাকা জমা করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group