সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের শেয়ার বাজার (Stock Market) গত কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী। নিফটি-50 তো টানা চার মাস পজিটিভ রয়েছে। এমনকি এখনো বাজারে চাঙ্গা ভাব। তবে 2025 সালের প্রথম ছয় মাসে দেশে শীর্ষ চারটি ব্রোকারেজ সংস্থা প্রায় 20 লক্ষ বিনিয়োগকারী হারিয়েছে বলে দাবি করছে বেশ কয়েকটি রিপোর্ট।
আর এর মধ্যে সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে Groww ও Zerodha। কারণ, তাদের কাছ থেকে 11 লক্ষ ইউজার হারিয়ে গিয়েছে। কিন্তু কেন হঠাৎ এতটা পতন? নেপথ্যে কী কারণ রয়েছে? চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
কে কত গ্রাহক হারাল?
সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি পরিসংখ্যান বলছে, Groww প্রায় 6 লক্ষ ব্যবহারকারী হারিয়েছে, Zerodha হারিয়েছে প্রায় 5.5 লক্ষ ব্যবহারকারী। পাশাপাশি Angel One 4.5 লক্ষ এবং Upstox 3 লক্ষ ব্যবহারকারী হারিয়েছে বিগত ছয় মাসে।
জানা যাচ্ছে, মাত্র একমাসেই 6 লক্ষ বিনিয়োগকারী একসঙ্গে চারটি প্ল্যাটফর্ম থেকে চলে গিয়েছে। আর শুধু Groww ও Zerodha মিলিয়ে এই ছয় মাসে 11.5 লক্ষ বিনিয়োগকারী হারিয়েছে। তবে 2024 সালে প্ল্যাটফর্মগুলোতে 1 কোটির বেশি নতুন ব্যবহারকারী যোগ দিয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু 2025 সাল পড়তেই যেন ছবি বদলে গেল।
কেন এই ভয়াবহ পতন?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, SEBI গত বছর F&O ট্রেডিং-র ক্ষেত্রে মার্জিন এবং এক্সপায়ারির নিয়ম কঠোর করেছিল। পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতাও বৃদ্ধি করেছিল। এর ফলে F&O-তে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণে অনেকটাই ভাটা পড়েছে।
বলে রাখি, 2023-24 সালের ঊর্ধ্বমুখী বাজারে Groww ও Zerodha ব্রোকারেজ প্ল্যাটফর্মগুলিতে বিনিয়োগকারীরা হুরমুড়িয়ে লাফিয়ে পড়ছিল। তবে বাজারে ধাক্কা লাগার পরেই গাইডেন্সের অভাব, নির্ভরযোগ্যতা, আর লাগাতার লোকসানের প্রভাবে তারা এখন কুলকিনারা খুঁজে পাচ্ছে না।
আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতার দিন শেষ, আমেরিকা থেকে LPG আমদানির পথে ভারত! দাম কমবে?
কোথায় যাচ্ছে সব বিনিয়োগকারীরা?
একাধিক বিশেষজ্ঞ বলছেন, মানুষ এখন ঝুঁকিহীন এবং পেশাদার বিনিয়োগের দিকে ঝুঁকছে। তালিকায় রয়েছে মিউচুয়াল ফান্ড, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। হ্যাঁ, এখনকার বিনিয়োগকারীরা আর আগের মতো ঝুঁকি নিতে চাইছে না।
একদিকে Groww ও Zerodha-র জনপ্রিয় বোকারেজ প্ল্যাটফর্মগুলিতে বিনিয়োগ কমছে, অন্যদিকে ব্যাঙ্ক নির্ভর ট্র্যাডিশনাল ব্রোকারেজ সংস্থাগুলিতে ব্যবহারকারী বাড়ছে। যেমন HDFC Securities, ICICI Securities, Kotak Securities-র মতো প্ল্যাটফর্মগুলোতে নতুন অ্যাক্টিভ ব্যবহারকারীদের সংখ্যা হুরমুড়িয়ে বাড়ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |