দ্বিতীয়বার সর্বোচ্চ রেকর্ড, অক্টোবরেই দেড় লক্ষ কোটি টাকা ছাড়াল GST আদায়ের পরিমাণ

Published on:

gst

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। অক্টোবর মাস যেন একেবারে উৎসবের মধ্যে মাতিয়ে রেখেছে আট থেকে আশি সকলকে। আর এই উৎসবের মরসুমে যেন আরেকদিকে ফুলে ফেঁপে উঠল সরকারি কোষাগার। প্রায় ৯ শতাংশ বেড়েছে পণ্য ও পরিষেবা কর বা GST আদায়ের পরিমাণ। চক্ষু চড়কগাছ সকলের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ GST রেকর্ড ভারতের!

GST চালু হয়েছিল ২০১৭ সালের ১ জুলাই। সেসময়ই রাজ্যগুলোকে আশ্বস্ত করা হয়েছিল যে, পাঁচ বছরের জন্য রাজস্ব হ্রাসের ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই থেকে এইমুহুর্তে বর্তমানে এখনও পর্যন্ত মোট GST সংগ্রহ হয়েছে ১২.৭৪ লক্ষ কোটি টাকা। এদিকে উৎসবের মরসুমে গত মাসে অর্থাৎ অক্টোবরে প্রায় ৯ শতাংশ বেড়েছে পণ্য ও পরিষেবা কর বা GST আদায়ের পরিমাণ। GST বাবদ আদায় হয়েছে মোট ১.৮৭ লক্ষ কোটি টাকা। যা চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে কেন্দ্র। যদিও এর নেপথ্যে আমজনতার দেদার কেনাকাটাকেই দায়ী করেছেন আর্থিক বিশেষজ্ঞরা।

পরিসংখ্যান রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে এই সংগ্রহ সর্বোচ্চ ২.১০ লক্ষ কোটি টাকা রেকর্ড করা হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে মোট GST সংগ্রহ ছিল ২০.১৮ লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার অর্থাৎ ১ নভেম্বর চলতি বছরের অক্টোবরে GST বাবদ আয়ের যাবতীয় তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই তথ্যে বলা হয়েছে, ওই মাসে সেন্ট্রাল GST আদায় হয়েছে ৩৩ হাজার ৮২১ কোটি টাকা। আর ৪১ হাজার ৮৬৪ কোটি টাকা রাজ্য GST বাবদ কোষাগারে এসেছে। ইন্টিগ্রেডেড আই জিএসটি এবং সেস থেকে আয়ের পরিমাণ যথাক্রমে ৯৯ হাজার ১১১ কোটি এবং ১২ হাজার ৫৫০ কোটি টাকা দাঁড়িয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বেড়েছে ঘরোয়া লেনদেন থেকে GST আদায়ের পরিমাণ

২০২৩ সালের অক্টোবরে GST তে মোট কর আদায়ের পরিমাণ ছিল ১.৭৪ লক্ষ কোটি টাকা। এ বছরের এপ্রিলে এখনও পর্যন্ত সরকারি কোষাগারে পণ্য ও পরিষেবা কর বাবদ সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে। যার পরিমাণ ২.১০ লক্ষ কোটি টাকা বলে জানিয়েছে কেন্দ্র। এছাড়াও ঘরোয়া লেনদেন থেকে GST আদায়ের পরিমাণ ১০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখান থেকে কর আদায় হয়েছে ১.৪২ লক্ষ কোটি টাকা। এ ছাড়া আমদানি পণ্যের উপর কর বাবদ পাওয়া রাজস্বের অঙ্ক ৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। যার ফলে কোষাগারে ঢুকেছে প্রায় ৪৬ হাজার ৯৬ কোটি টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group