ইনস্যুরেন্সে GST ছাড়! দাম বাড়ছে জুতো, ঘড়ি সহ একাধিক জিনিসের, কমছে কীসের? রইল তালিকা

Published on:

gst cheaper and costlier

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ লোকসভা ভোট মেটার কয়েক মাসের মধ্যে এবার নতুন করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে জিএসটি (Goods and Services Tax)। এবার এই GST নিয়ে প্রকাশ্যে বিরাট বড় আপডেট এল। যা শুনলে আপনিও হয়তো চমকে উঠবেন।  মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই সাধারণ মানুষকে বিভিন্ন জিনিস নিয়ে বড় রকমের স্বস্তি দিতে পারে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই দেশে জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে করমুক্ত করার আলোচনা চলছে পুরোদমে। বর্তমানে ১৮ শতাংশ হারে কর দিতে হয়। এবার এ নিয়ে একটি বড় খবর উঠে আসছে।

GST নিয়ে বড় আপডেট

WhatsApp Community Join Now

এমনিতে যত সময় এগোচ্ছে ততই যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। আর যা কিনতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ দেশবাসীর। তবে আর চিন্তা নেই, কারণ এবার কেন্দ্রীয় সরকারের তরফে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যার জেরে উপকৃত হবেন বহু মানুষ। জানা গিয়েছে, দেশের প্রবীণ নাগরিকদের জন্য মেয়াদি জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে করমুক্ত করতে পারে কেন্দ্রীয় সরকার। যদি অন্য দিক থেকে কিছুটা হলেও ধাক্কা খেতে পারেন সাধারণ মানুষ। একদিকে যখন কিছু জিনিসের দাম বাড়বে, তো আবার অন্যদিকে কিছু জিনিসের দাম হু হু করে বেড়েও যাবে বলে ইঙ্গিত মিলেছে।

After New GST Rates List of Cheaper and Costlier Items

কোন কোন জিনিসের দাম বাড়বে

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন জিনিসের দাম বাড়বে? একই সঙ্গে দামি হাতঘড়ি ও জুতার ওপর কর আরোপের সুপারিশ করা হয়েছে। কেবিনেট ১৫ হাজার টাকার বেশি দামের জুতো এবং ২৫ হাজার টাকার বেশি দামের হাতঘড়ির ক্ষেত্রে জিএসটির হার ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার পরামর্শ দিয়েছে। এছাড়াও প্রসাধনী, হেয়ার ড্রায়ার, হেয়ার কালারেও জিএসটি প্রস্তাব করা হয়েছে। জিএসটি হার সংশোধনের ফলে সরকার ২২,০০০ কোটি টাকার রাজস্ব সুবিধা পাবে। এ ছাড়া সিন ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। মূলত, তামাক, মদ জাতীয় দ্রব্যের ওপর এই সিন ট্যাক্স আরোপ করা হয়।

কোন কোন জিনিসের দাম কমবে

জিএসটি নিয়ে গঠিত প্যানেলে জিওএম ২০ লিটার বা তার বেশি বোতলজাত জলের উপর জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। ১০ হাজার টাকার কম দামের সাইকেলে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি অনুশীলন নোটবুকে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পরামর্শ দেওয়া হয়েছে। জিএসটি কাউন্সিল এই প্রস্তাবে অনুমোদন দিলে এই জিনিসগুলির দাম কমবে।

সঙ্গে থাকুন ➥
X