মেলে মোটা অঙ্কের স্টাইপেন্ড, পড়ুয়াদের জন্য ভবিষ্যৎ সুনিশ্চিত করে MMVY স্কলারশিপ

Published on:

MMVY Scholarship

সৌভিক মুখার্জী, কলকাতা: মেধা থাকলেও কখনো কখনো অর্থাভাব পিছনে ঠেলে দেয়। তবে সেই সমস্যাকে রুখতে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের। আর ঠিক সেরকমই একটি স্কলারশিপ হল মুখ্যমন্ত্রী মেধাবী বিদ্যার্থী যোজনা (MMVY Scholarship)। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্তমান সময়ে এই প্রকল্পের আওতায় রাজ্যের লক্ষাধিক পড়ুয়া নিজের সখ পূরণের পথে এগিয়ে চলেছে। ফলে উচ্চ শিক্ষার খরচে আর দারিদ্রতা কোনই বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কিন্তু কারা এই স্কলারশিপের জন্য যোগ্য, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হয় এবং কীভাবে আবেদন করবেন? সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

মুখ্যমন্ত্রী মেধাবী বিদ্যার্থী যোজনা আসলে কী?

জানিয়ে রাখি, মধ্যপ্রদেশ রাজ্যে 2007 সাল থেকে মুখ্যমন্ত্রী মেধাবী বিদ্যার্থী যোজনা চালু করা হয়েছিল। মূলত রাজ্যের উচ্চ মেধাবী ছাত্রছাত্রীরা, যারা প্রতি বছর দ্বাদশ শ্রেণীতে ভালো নম্বর পেয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা আইন কিংবা অন্যান্য কোর্সে ভর্তি হয়, তাদেরকে টিউশন ফি এবং ভর্তির খরচ সরকার নিজেই বহন করে এই স্কলারশিপের আওতায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে, এই প্রকল্প পরিচালনা করে রাজ্যের ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। আর এতদিন পর্যন্ত 1.5 লক্ষের বেশি পড়ুয়া এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। শুধু তাই নয়, এই স্কলারশিপের মাধ্যমে এখনো পর্যন্ত 500 কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দিয়েছে সরকার।

কারা এই স্কলারশিপের জন্য যোগ্য?

এই স্কলারশিপ পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রদেশ বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের সর্বনিম্ন 70% নম্বর থাকতে হবে। তৃতীয়ত, CBSE/ICSE বোর্ডের ক্ষেত্রে অবশ্যই 85% নম্বর পেতে হবে। চতুর্থত, পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে মধ্যপ্রদেশের সরকার অনুমোদিত বা নির্বাচিত কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে।

জানিয়ে রাখি, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তাদেরকে JEE Mains-এ প্রথম 1.5 লক্ষের মধ্যে র‍্যাঙ্ক থাকতে হবে। পাশাপাশি যারা মেডিকেল কোর্স নিয়ে পড়ছে, তাদের NEET পরীক্ষার মাধ্যমে MBBS বা BDS কোর্সে ভর্তি হতে হবে এবং যারা আইন বিষয় নিয়ে পড়ছে, তাদেরকে CLAT বা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় কিংবা দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তাহলেই এই স্কলারশিপের আওতায় স্টাইপেন্ড পাওয়া যাবে। 

আবেদন কীভাবে করবেন?

এই স্কলারশিপে আবেদন করার জন্য https://medhavikalyan.mp.gov.in/MMVY.aspx ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 
  2. তারপর ‘New Applicant’ অপশনটিতে ক্লিক করুন।
  3. যদি নতুন আবেদনকারী হন, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  4. তারপর লগইন আইডি দিয়ে এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করুন। 
  5. এরপর অনলাইনে আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  6. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  7. একবার মোবাইল নম্বর যাচাই করে সাবমিট করে দিন।
  8. আবেদন সম্পন্ন হলে লগইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। 

প্রয়োজনীয় ডকুমেন্ট

জানিয়ে রাখি, এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দার শংসাপত্র থাকতে হয়। পাশাপাশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশীট, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্কের পাশবই বা স্টেটমেন্ট, কলেজের ফি বা রশিদ, এমনকি প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড দরকার পড়ে।

আরও পড়ুনঃ SBI, PNB নাকি BoB! ৫ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক বেশি রিটার্ন দিচ্ছে?

কী কী সুবিধা মিলবে?

বলে দিই, MBBS/BDS কোর্সে যারা আবেদন করবে, তাদেরকে সম্পূর্ণ ভর্তি এবং টিউশনের ফি সরকার দেবে এই স্কলারশিপের আওতায়। BE/B.Tech কোর্সে আবেদন করলে সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। তবে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত সরকার দেবে। আইন বিষয় নিয়ে পড়াশোনা করলে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়তে সম্পূর্ণ ফি সরকার বহন করবে। এর পাশাপাশি অন্যান্য স্নাতক কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ কলেজের ফি সরকার বহন করবে। এছাড়া হোস্টেল বাবদ আসন ভাড়া, ইলেকট্রিসিটি বা জলের বিল সরকার মেটাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group