সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC তাদের গ্রাহকদের এবার বিরাট সুখবর শোনাল। হ্যাঁ, লক্ষ লক্ষ গ্রাহকদের বিরাট শাস্তি দিল তারা। গৃহঋণের সুদের হার অনেকটাই কমাল এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank Interest Rate Cut)। এর ফলে এবার থেকে গৃহঋণের ইএমআই অনেকটাই কমতে পারে। পাশাপাশি ফান্ডের প্রান্তিক ব্যয় ভিত্তিক অর্থাৎ MCLR রেট ০.১০ শতাংশ কমানো হয়েছে। আর এই নতুন হার আজ অর্থাৎ ৭ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে।
MCLR রেট কমাল HDFC ব্যাঙ্ক
জানা যাচ্ছে, HDFC ব্যাঙ্কের MCLR রেট এখন ৮.৩৫ শতাংশ থেকে ৮.৬০ শতাংশের মধ্যে রয়েছে। আর আগে এই হারগুলি ৮.৪৫ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশের মধ্যে ছিল। ফলত সমস্ত মেয়াদের ঋণের উপর এবার ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট করে সুদের হার কমবে। নতুন এবং পুরনো হারগুলি নিচে তুলে ধরা হল—
- ওভার নাইটের ক্ষেত্রে আগে ছিল ৮.৪৫%, এখন হয়েছে ৮.৩৫%।
- এক মাস মেয়াদের ক্ষেত্রে আগে ছিল ৮.৪০%, এখন হয়েছে ৮.৩৫%।
- তিন মাস মেয়াদের ক্ষেত্রে আগে ছিল ৮.৪৫%, এখন হয়েছে ৮.৪০%।
- ছয় মাস মেয়াদের ক্ষেত্রে আগে ছিল ৮.৫৫%, এখন হয়েছে ৮.৪৫%।
- এক বছর মেয়াদের ক্ষেত্রে আগে ছিল ৮.৫৫%, এখন হয়েছে ৮.৫০%।
- দুই বছর মেয়াদের ক্ষেত্রে আগে ছিল ৮.৬০%, এখন হয়েছে ৮.৫৫%।
- তিন বছর মেয়াদের ক্ষেত্রে আগে ছিল ৮.৬৫%, এখন হয়েছে ৮.৬০% ।
বলাবাহুল্য, এই MCLR রেট ন্যূনতম সুদের হারের সীমা নির্ধারণ করে থাকে। আর সুদের হারের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০১৬ সালের MCLR সিস্টেমটিকে বাস্তবায়ন করেছিল।
আরও পড়ুনঃ চলবে অস্ত্রোপচার, বন্ধ থাকবে এজেসি বোস রোড ও গড়িয়াহাট ফ্লাইওভার! কবে থেকে?
গৃহঋণের সুদের হার
এদিকে HDFC ব্যাঙ্ককের গৃহঋণের সুদের হার সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত। ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেতনভোগী ও স্বকর্মসংস্থানকারী গ্রাহকদের এবার গৃহঋণের সুদের হার ৭.৯০% থেকে ১৩.২০% ধরা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কটি আরবিআই-এর পলিসি রেপো রেটের সঙ্গে অতিরিক্ত ২.৪% থেকে ৭.৭% এর উপর ভিত্তি করেই এই হার নির্ধারণ করে থাকে। মোদ্দা কথা, এর ফলে গ্রাহকরা যে অনেকটাই স্বস্তি পেয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।












