কোটি কোটি গ্রাহককে খারাপ খবর শোনাল HDFC ব্যাঙ্ক

Published on:

HDFC reduces fixed deposit interest rates, see new rate list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম দিনই গ্রাহকদের বিরাট ধাক্কা দিল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC। নতুন আর্থিক বছর শুরু হতে না হতেই গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের সুদে কাটছাঁট করেছে তারা। খোঁজ নিয়ে জানা গেল, ভারতের এই বেসরকারি ব্যাঙ্ক তাদের কয়েক কোটি গ্রাহকের FD সুদের হার 0.20 শতাংশ কমিয়ে দিয়েছে। যার জেরে কার্যত মাথায় হাত পড়েছে FD হোল্ডারদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হঠাৎ কেন এমন পদক্ষেপ?

অতি সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাদের শেষ মুদ্রানীতি সভায় রেপো রেট কমিয়েছে। আর এই ঘটনার পরই অনেকেই ভেবে নিয়েছিলেন, RBI রেপো রেট কমানোর কারণে আগামী দিনে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমাতে পারে। এবার সেই সম্ভাবনাকেই সত্যি করে দেখালো HDFC। যদিও সূত্র বলছে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর বেশিরভাগ ব্যাঙ্কের সুদের হার কমেছে।

সবশেষে সেই তালিকায় নাম জুড়ল HDFC ব্যাঙ্কেরও। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, ভারতের বেসরকারি ব্যাঙ্ক HDFC 2 বছরের মেয়াদের ক্ষেত্রে 20 বেসিস পয়েন্ট সুদের হার অর্থাৎ 0.20 শতাংশ সুদ কমিয়েছে। জানা যাচ্ছে এই নিয়ম আজ অর্থাৎ পহেলা এপ্রিল থেকেই কার্যকর হল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

HDFC ব্যাঙ্কের নতুন FD Rates

HDFC তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের সুদ কমিয়ে নতুন ইন্টারেস্ট রেটের তালিকা প্রকাশ করেছে। এক নজরে দেখে নিন তালিকা-

90 দিন থেকে 6 মাস : সাধারণ গ্রাহকদের জন্য 4.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 5 শতাংশ।

6 মাস 1 দিন থেকে 9 মাসের কম: সাধারণ গ্রাহকদের জন্য 5.75 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 6.25 শতাংশ।

9 মাস 1 দিন থেকে 1 বছরের কম: সাধারণ গ্রাহকদের জন্য 6.00 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 6.50 শতাংশ।

1 বছর থেকে 15 মাসের কম: সাধারণ গ্রাহকদের জন্য 6.60 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 7.10. শতাংশ।

15 মাস থেকে 18 মাসের কম: সাধারণ গ্রাহকদের জন্য 7.10 শতাংশ ও প্রবীণ গ্রাহকদের জন্য 7.60 শতাংশ।

18 মাস 1 দিন থেকে 21 মাসের কম: সাধারণ গ্রাহকদের জন্য 7.25 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 7.75 শতাংশ।

21 মাস থেকে 2 বছর: সাধারণ জনগণের জন্য 7.00 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 7.50 শতাংশ।

অবশ্যই পড়ুন: পিছিয়ে গেল ট্রায়াল! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নিয়ে দুঃসংবাদ

উপরিউক্ত নতুন FD ইন্টারেস্ট গুলি ছাড়াও 3 বছর, 4 বছর থেকে 5 বছর এবং 5 বছর থেকে 10 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা 7.00 শতাংশ সুদ ও প্রবীণ নাগরিকরা 7.50 শতাংশ সুদ পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group