সৌভিক মুখার্জী, কলকাতা: রোজভ্যালি কেলেঙ্কারিতে (Rose Valley Scam) প্রতারিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। টাকা ফেরাতে গঠিত হওয়া বিচারপতি দিলীপ শেঠ কমিটির কার্যকলাপ এবার একাধিক প্রশ্নের মুখে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজনে ওই কমিটির কাজ খতিয়ে দেখতে হবে, এমনকি তার জন্য অনুসন্ধান কমিটিও গঠন করা হতে পারে। কারণ, 2015 সাল থেকে শুরু হওয়া এই কমিটির 10 বছরের কার্যকলাপে সেরকম কোনও অডিটই হয়নি।
TV9-র রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে হাইকোর্টে মঙ্গলবার বিচারপতি শেঠ কমিটি একটি রিপোর্ট জমা দিয়েছিল। আর সেখানে বলা হয়েছে, এই দীর্ঘ সময় ধরে তাদের কোনও আর্থিক হিসেব অডিট করা হয়নি। আর এই তথ্য সামনে আসতেই আদালতের দুই বিচারপতি সাফ জানিয়ে দেন, হাইকোর্টে নিযুক্ত বিচারপতির কমিটি অডিট না করে কীভাবে রিপোর্ট জমা দেওয়া যায়?
চকলেট গ্রুপের নাম শুনতেই চমকে গেল আদালত
আদালত জানতে পারে যে, এই কমিটির অফিস চালাতে এতদিন 10 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। প্রশ্ন ওঠে, চেয়ারম্যানের বেতন তবে কে দিল? জবাবে কমিটির আইনজীবী জানিয়েছে, এক চকলেট গ্রুপ নামের সংস্থা এই টাকা দিয়েছে। আর এই প্রশ্নের উত্তরে আরও ক্ষুব্ধ হন বিচারপতিরা।
বিচারপতি পাল্টা বলেন, হাইকোর্টের কোন নির্দেশে ওই কমিটি চকলেট গ্রুপকে কাজ করতে দিল? ওই সংস্থার তো সেরকম অস্তিত্বই নেই। প্রসঙ্গত বলে রাখি, এর আগেও রোজভ্যালির হোটেল এবং সম্পত্তি বিক্রি না করে আমানতকারীদের টাকা না মিটিয়ে সেই হোটেল ব্যবসা চকলেট গ্রুপের হাতে তুলে দেওয়া নিয়ে হাইকোর্টে প্রশ্ন উঠেছিল।
কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদালত নির্দেশ দিয়েছে যে, কমিটির জমা দেওয়া রিপোর্টের সমস্ত কপি মামলার দুই পক্ষকে জমা দিতে হবে। বিচারপতির মন্তব্য, মানুষ সত্যিটা জানুক, আসলেই কি চলছে, তা দেখুক। হাইকোর্ট চাইছে, স্বচ্ছতার সঙ্গেই সকলেই যাতে আসল সত্যিটা জানতে পারে, তার ব্যবস্থা করতে।
আরও পড়ুনঃ সাংবাদিকের উপর হামলা, পার্ক সার্কাসে দুষ্কৃতীদের ছুড়ির কোপে রক্তাক্ত কিশলয় মুখার্জী
পরবর্তী শুনানি কবে?
এদিন বিচারপতি জানিয়েছেন, আগামী বুধবার এই বিষয়ে ইডি’র বক্তব্য শোনা হবে। বলে দিই, এদিন চকলেট গ্রুপের পক্ষ থেকেও আইনজীবী আদালতে হাজির ছিলেন। কিন্তু তাকে আগামী দিন বিস্তারিত বক্তব্য রাখতে বলা হয়েছে। এখন দেখার আগামী বুধবার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |