ভারতের পিছনে লেগে ল্যাজেগোবরে অবস্থা! এদেশের ১০০ টাকা পাকিস্তানে কত জানেন?

Published on:

Indian Rupee Vs Pakistani Rupee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক সংঘাতের আবহে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। দিল্লির তরফে কূটনৈতিকভাবে একাধিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এদেশের জনগণ পাক পণ্য বর্জন করছেন বহু আগে থেকেই। যদিও ইতিমধ্যেই দিল্লির সিদ্ধান্তে ভারত-পাক বাণিজ্য প্রশ্নের মুখে দাঁড়িয়ে। মূলত সন্ত্রাসবাদের দেশকে শিক্ষা দিতেই সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল, ওদেশের সাথে বাণিজ্য বন্ধ সহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে ভারত সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই আবহেই প্রশ্ন উঠছে ভারত (Indian Rupee) না পাকিস্তান, কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি শক্তিশালী? আসলে একটি দেশের মুদ্রা সে দেশের অর্থনীতির প্রতিফলন ঘটায়। ফলত, ভারত ও পাকিস্তানের মুদ্রা নিয়ে কাটাছেঁড়ার মধ্যে দিয়েই জানা যাবে দুই প্রতিবেশীর মধ্যে কোন দেশের নিজস্ব মুদ্রা বিশ্ব বাজারে বেশি ক্ষমতাশালী। রইল বিস্তারিত।

পাকিস্তানের সাথে সংঘাতে জয় হয়েছে ভারতেরই

প্রথমদিকে লড়াইটা ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদের সাথে। মূলত পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরপরাধের মৃত্যুর বদলা নিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক মিসাইল বর্ষণ করে ভারতীয় বায়ু সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় 9টিরও বেশি জঙ্গিঘাঁটি। মৃত্যু হয় শতাধিক কুখ্যাত সন্ত্রাসীর। বলা চলে, প্রিয়জন হারানো নারীদের সিঁথির সিন্দুরের মূল্য কতটা তা বুঝিয়ে দিতেই পাকিস্তানের বুকের ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছিল ভারত। তবে আহাম্মক পড়শি জঙ্গিদের হয়ে ভারতে পাল্টা হামলা চালায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জম্মু ও কাশ্মীর সীমান্তে পাক হামলায় একাধিক সাধারণ মানুষের প্রাণ যায়, আর এরপরই বেহায়া পাকিস্তানকে শায়েস্তা করতে থাকে ভারত। তবে কথায় আছে, কুকুরের লেজ কখনও সোজা হয় না! ভারতের সাথে সংঘাতে প্রতিবার সেই প্রচলিত প্রবাদ নিজের ক্ষেত্রে প্রমাণ করে দেখিয়েছে পাকিস্তান। বিভিন্ন সময়ে সীমান্তে সন্ত্রাসী অভিযান চালিয়ে ভারতকে প্যাঁচে ফেলার চেষ্টা করে গিয়েছে পাক দুর্বৃত্তরা।

যদিও শেষ পর্যন্ত ভারতের জবাবে একেবারে কোণঠাসা অবস্থা হয়েছিল কাঙাল দেশের। অবশেষে আমেরিকার মধ্যস্থতায় কিছুটা যুদ্ধবিরতি ঘোষণা হলেও পরবর্তীতে ফের রাতের অন্ধকারে হামলা চালায় কাপুরুষ পাকিস্তান। আর সেই আক্রমণ পালটা আক্রমণের মধ্যে দিয়েই বর্তমানে কিছুটা শিথিল রয়েছে দুই প্রতিবেশীর সংঘর্ষ। তবে সবদিক থেকে দেখতে গেলে আদতে জয় হয়েছে ভারতেরই।

ভারতের 100 টাকা পাকিস্তানের মুদ্রায় কত?

আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হল ভারত না পাকিস্তান, কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি ক্ষমতাশালী। আর সে বিষয়ে কথা বলতে গেলে প্রথমে জানতে হবে পাকিস্তানি মুদ্রা অর্থাৎ পাক রুপির বর্তমান মূল্য কত? প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 1 পাকিস্তানি রুপি সমান ভারতের 30 পয়সা। সেই হিসেবেই পাকিস্তানের 10 টাকা ভারতে 3 টাকা 0.4 পয়সার সমান।

অবশ্যই পড়ুন: প্লে অফে ওঠা হল না গতবারের চ্যাম্পিয়নদের! KKR-র ভরাডুবির ৪ প্রধান কারণ জানলে রাগ হবে

এবার সেই হিসেব ধরে রেখেই যদি ভারতীয় মুদ্রায় হিসাব করা যায় সেক্ষেত্রে ভারতের 100 টাকা পাকিস্তানি রুপিতে 329.49 টাকা। সেক্ষেত্রে ভারতের দশ হাজারে 32 হাজার 949 পাকিস্তানি রুপি ও 1 লাখ ভারতীয় রুপি/টাকায় পাকিস্তানের 3 লাখ 29 হাজার 486 পাক রুপি। অর্থাৎ একজন পাকিস্তানি যদি সে দেশ থেকে 3 লাখ 29 হাজার 486 রুপি নিয়ে আসেন ভারতে আসেন তবে ভারতীয় মুদ্রায় তিনি মাত্র 1 লাখ টাকা পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group