বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতে জুড়েছে তুরস্কের নাম। ইসলামের দেশটি ভারতের তরফে যাবতীয় সাহায্য পাওয়া সত্ত্বেও খোলাখুলি পাকিস্তানকে সমর্থন করে আসছে। মূলত বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র দিয়ে সন্ত্রাসবাদের দেশ পাকিস্তানের কাঁধে হাত রেখেছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ এরদোয়ান। আর তাতেই ভারতীয় পর্যটকদের রোষানলে পড়েছে তুর্কি। পাকিস্তানের বন্ধু রাষ্ট্রটিকে বয়কটের ডাক দিচ্ছেন স্বদেশীরা।
তুরস্কে ভ্রমণ বাতিল করছেন ভারতীয় পর্যটকরা
সাম্প্রতিক সময়ে তুরস্ক যেভাবে ভারতের বিরোধীতা করে, পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তাতে একপ্রকার চোটে লাল ভারতীয়রা। আর সেই সূত্রেই, তুর্কিকে বয়কটের ডাক তুলেছেন ভ্রমণপ্রিয় মানুষজন। জানা যাচ্ছে, বিগত কয়েকদিনে অসংখ্য তুর্কি হোটেল ও ফ্লাইট বুকিং ক্যানসেল হয়েছে।
ট্রাভেল সংস্থা ইজমাইট্রিপ জানিয়েছে, ভারতীয় পর্যটকরা তুরস্কের বেশিরভাগ হোটেল ও ফ্লাইট বুকিং বাতিল করেছে। এহেন আবহে, সেদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ করারও ডাক দিচ্ছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়রা যদি সবদিক থেকে তুরস্ককে বয়কট করে, সেক্ষেত্রে বিশ্বের অন্যতম ইতিহাস সমৃদ্ধ দেশটির বাণিজ্য চরম ক্ষতির মুখে পড়বে।
তুরস্কের 1 টাকা ভারতে কত?
ভারতীয়দের তুরস্ক বয়কটের আবহে অনেকেই জানতে চাইছেন তুরস্কের কারেন্সি অর্থাৎ তুর্কি মুদ্রা লিরার মূল্য ভারতীয় মুদ্রায় কত? সেক্ষেত্রে বলি, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 1 টার্কিশ লিরা সমান ভারতীয় মুদ্রায় 2.21 টাকা। সেই হিসেবে ভারতের 100 টাকা তুরুস্কে 45.27 লিরা। এক হিসেবেই ভারতের 1 লক্ষ টাকা সমান তুরস্কের 45,270 লিরা।
অবশ্যই পড়ুন: ফের গ্রিনলাইনে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, দিনক্ষণ জানাল কর্তৃপক্ষ
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান প্রবল সংঘর্ষের আবহে তুরস্কের পাশাপাশি ইসলামিক দেশ আজারবাইজানও অন্যান্য সময়ের মতো পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর এরপরই, এই দুই দেশকে চিরতরে বয়কটের দাবি তুলছেন ভারতীয়রা।